বিশ্ব ইতিহাসে সিংহাসনের জন্য এর চেয়ে দীর্ঘ অপেক্ষার নজির নেই। রানি দ্বিতীয় এলিজাবেথের (Queen Elizabeth II) মৃত্যুর পর ব্রিটেনের সিংহাসনে বসবেন তাঁর বড় ছেলে যুবরাজ চার্লস, চার্লসের (Charles) বয়স ৭৩। ইংল্যান্ড এবং ১৫টি কমনওয়েলথ দেশের রাজা হচ্ছেন তিনি। তাঁর স্ত্রী ক্যামিলা হলেন ‘কুইন কনসর্ট’।
১৯৫২ সালে ইংল্যান্ডের যুবরাজ হন তিনি। চার্লস রাজা হওয়ার পর তাঁর বর্তমান উপাধি ‘প্রিন্স অব ওয়ালেশ’ পাবেন বড় ছেলে উইলিয়াম। রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যেই চার্লসকে অনুষ্ঠানিক ভাবে রাজা ঘোষণা করা হবে।
Narendra Modi: গান্ধীর দেওয়া রুমাল দেখিয়েছিলেন তাঁকে, রানির প্রয়াণে নরেন্দ্র মোদীর টুইট
ব্রিটেনের রাজ পরিবারের প্রথম স্নাতক তিনিই। রয়াল এয়ার ফোর্স কলেজ এবং রয়াল নেভি কলেজের ডিগ্রি রয়েছে চার্লসের। ১৯৮১ তে ডায়না ফ্রান্সিস স্পেনসারের সঙ্গে বিয়ে হয় চার্লসের। হ্যারি এবং উইলিয়াম তাঁদের দুই সন্তান। ১৯৯৬ তে তাঁদের বিচ্ছেদ হয়। ২০০৫-এ চার্লস বিয়ে করেন দীর্ঘদিনের সঙ্গী ক্যামিলা পার্কারকে।
লন্ডনের সেন্ট জেমস প্রাসাদে রাজ্যাভিষেক হবে চার্লসের। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রিভি কাউন্সিলের সদস্যরা, সরকারি আধিকারিকরা, কমনওয়েলথের হাই কমিশনাররা এবং লন্ডনের মেয়র।
রানি দীর্ঘদিন ধরেই বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন। অবস্থা সংকটজনক জানতে পেরে বৃহস্পতিবার তাঁর কাছে পৌঁছে যান যুবরাজ চার্লস (৭৩), রাজকুমারী অ্যান (৭২), যুবরাজ অ্যান্ড্রিউ (৬২), যুবরাজ এডওয়ার্ড (৫৮)। চার্লসের বড় ছেলে যুবরাজ উইলিয়ামও পৌঁছে যান বালমোরাল দুর্গে। আমেরিকা থেকে স্কটল্যান্ডে চলে আসেন উইলিয়ামের ভাই হ্যারি এবং তাঁর স্ত্রী মেগান।