আরব সাগরে অপহৃত একটি জাহাজ। ওই জাহাজে রয়েছেন ক্রু মেম্বার সহ মোট ১৫ জন ভারতীয়। ইতিমধ্যে ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ অপহৃত ওই পণ্যবাহী জাহাজের কাছে পৌঁছে গিয়েছে। এবং আটক ভারতীয়দের উদ্ধার করার প্রক্রিয়া শুরু করেছে।
এবিষয়ে শুক্রবার শিপিং-এর ডিরেক্টর জেনারেল শ্যাম জগন্নাথন জানিয়েছেন, আটক সব ভারতীয় ক্রু মেম্বাররা সুস্থ রয়েছেন। ভারতীয় ছাড়াও ওই পণ্যবাহী জাহাজে কয়েকজন ফিলিপিন্সের ক্রু মেম্বারও রয়েছেন।
বৃহস্পতিবার সোমালিয়া উপকূলের কাছে পণ্যবাহী ওই জাহাজটিকে অপহরণ করা হয়েছে। ভারতীয় নৌসেনার তরফে একটি আকাশ পথেও নজরদারি চালানো হচ্ছে।
জানা গিয়েছে, বাহারিনের খলিফা বিন সলমনের দিকে যাচ্ছিল ওই পণ্যবাহী জাহাজটি। সেসময়ই অপহরণ করা হয়।