হাসপাতালের এমার্জেন্সি রুম । রোগীদের ভিড় । কেউ শিশু, কেউ বয়স্ক । হঠাৎ, সেখানে ঢুকে পড়ল একটি গাড়ি । মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ল আতঙ্ক । ঘটনায় মৃত্যু হয়েছে ওই গাড়ি চালকের । গুরুতর আহত হয়েছে এক শিশু-সহ ৫ ব্যক্তি । টেক্সাসের একটি হাসপাতালে ঘটনাটি ঘটেছে ।
জানা গিয়েছে,মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার পরপরই সেন্ট ডেভিড নর্থ অস্টিন হাসপাতালে ঢুকে পড়ে গাড়িটি । তারপরই ড্রাইভারকে গাড়ি থেকে টেনে নামিয়ে আনা হয় এবং কার্ডিওপালমোনারি রিসাসিটেশন দেওয়া হয় । কিন্তু, তারপরেও তাঁকে বাঁচানো যায়নি । ঘটনায় পাঁচজন আহত হয়েছেন । হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের ।
কী কারণে দুর্ঘটনা তা জানা যায়নি । কিন্তু, অস্টিন পুলিশ মনে করছে, এটি অনিচ্ছাকৃত ঘটনা ।