ব্রিটেনের যুবরাজ চার্লস (Prince Charles) রাজা হলে তাঁর স্ত্রী ক্যামিলিয়ার (Camillia) মুকুটে শোভা পাবে ভারতের কোহিনূর (Kohinoor)। ব্রিটেনের ম্যাগাজিন ‘ডেইলি মেল’-এর (Daily Mail) একটি রিপোর্টে এই কথা জানা গিয়েছে। ওই রিপোর্টে বলা হয়, ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের (Queen Elizabeth II) সিংহাসনে বসার সত্তরতম বর্ষ উপলক্ষে রানি স্বয়ং ক্যামিলিয়ার প্রতি আগাম ‘হার্দিক শুভেচ্ছা’ জানিয়েছেন।
আরও পড়ুন: হাওড়ার এক স্কুলের ক্লাসরুমে দুই ছাত্রীর মধ্যে বচসা, চুলোচুলি, ভাইরাল ভিডিও
১০৫.৬ ক্যারাটের হীরকখন্ড কোহিনূর (Kohinoor) চোদ্দশো শতাব্দীতে প্রথম পাওয়া যায় ভারতবর্ষে (India)। ১৮৪৯ সালে পাঞ্জাবে ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা হওয়ার পর ওই ঐতিহাসিক হিরেটি (Kohinoor diamond) হাত বদলে চলে যায় ব্রিটিশদের কাছে।
তারপর থেকে দীর্ঘ প্রায় ১৭৫ বছর ধরে কোহিনূর (Kohinoor) ব্রিটিশ শাসনতন্ত্রের (British dynasty) শোভাবর্ধন করে এসেছে। রাজা ষষ্ঠ জর্জের (King George VI) মৃত্যুর পর ১৯৩৭ সালে তাঁর সিংহাসনে অভিষেক ঘটার পর থেকেই এই হিরেটি রানি এলিজাবেথের (Queen Elizabeth II) মুকুটে শোভা পায়।