ছুটির দিন বা এমনি দিনগুলোতেও সন্ধেবেলায় জিভে জল আনা পকোড়া খেতে কার না ভাললাগে! আম-ভারতীয়দের মধ্যে অতি জনপ্রিয় এই খাবারটি মন জয় করে ভারতে আসা বিদেশিদেরও। কিন্তু, পকোড়ার স্বাদে উৎফুল্ল হয়ে নিজের সদ্যজাত সন্তানের নামই 'পকোড়া' (Newborn was named 'Pakoda') রেখে দেওয়া, এতটা বোধহয় চট করে কেউই ভাবতে পারবেন না! এক ব্রিটিশ দম্পতি ঠিক এই কাজটিই করলেন!
আরও পড়ুন: বদলে গেল ললিতের ইনস্টা ডিপি, ফের রোহমনের এন্ট্রি ! ললিত-সুস্মিতার বিচ্ছেদ?
জানা গিয়েছে, আয়ারল্যান্ডের নিউটাউন অ্যাবেতে একটি রেস্তরাঁ রয়েছে। সেই রেস্তরাঁয় ওই ব্রিটিশ দম্পতি (British couple) প্রায়ই যান। সেখানে যাতায়াত করতে করতেই তাঁদের মাথায় আসে সদ্যোজাতের নাম কোনও খাবারের নামে রাখা হবে। ওই রেস্তরাঁয় দম্পতির প্রিয় খাবারের মধ্যে একটি ছিল পকোড়া। আর এই নামেই অনুপ্রাণিত হন তাঁরা। আর সাত-পাঁচ না ভেবে সদ্যোজাত কন্যাসন্তানের নাম রাখেন পকোড়া (Pakoda)।
আয়ারল্যান্ডের ওই রেস্তরাঁ বিলের একটি ছবি শেয়ার করেছে নেট মাধ্যমে। সেখানে লেখা রয়েছে, ‘আমার স্ত্রী আমাদের সদ্যোজাত কন্যার নাম রেখেছে পকোড়া। এই রেস্তরাঁয় স্ত্রীর সবচেয়ে প্রিয় পদ পকোড়া।’ মানব পকোড়ার জন্ম ২৪ অগস্ট। ছবিতে শিশুটির জন্মের তারিখ এবং ওজনও দেওয়া হয়েছে।