বিস্ফোরণে কেঁপে উঠল তুরস্কের (Turkey Blast) রাজধানী আঙ্কারা। এএফপি সূত্রে খবর, পার্লামেন্টের খুব কাছেই এই বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণে দুই পুলিশ অফিসার গুরুতর জখম হয়েছে বলে জানা গিয়েছে। গুলির শব্দও পাওয়া গিয়েছে। এখনও হতাহতের খবর পাওয়া যায়নি।
তুরস্কের মন্ত্রক সূত্রে খবর, স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিট নাগাদ বিস্ফোরণটি ঘটে। সরকারি ভবনের গেটের সামনে এই বিস্ফোরণ হয়। একটি অজ্ঞাত পরিচয় গাড়িতে বিস্ফোরক ছিল। তুরস্ক সরকারের দাবি, এই সন্ত্রাসবাদী হামলা।
আরও পড়ুুন: ব্রিটেনেও খালিস্তানিদের তাণ্ডব, ভারতীয় হাইকমিশনারকে গুরুদ্বারে ঢুকতে বাধা
এদিনই তুরস্কের পার্লামেন্টে অধিবেশন ছিল। তার আগে বিস্ফোরণ। অধিবেশনে বক্তব্য পেশ করার কথা ছিল তুরস্কের প্রেসিডেন্টের।