পাকিস্তানে সশস্ত্র পুলিশ বাহিনীর ঘাঁটিতে বিস্ফোরণ । ঘটনায় কমপক্ষে মৃত্যু হয়েছে ১১ জনের । তার মধ্যে আট জনই পুলিশ বলে খবর । এছাড়া, এখনও পর্যন্ত গুরুতর জখম হয়েছেন ৫৭ জন । সোমবার সন্ধ্যায় পাকিস্তানের সোয়াট জেলার কাওয়াল শহরে ঘটনাটি ঘটে ।
পাকিস্তানে কি ফের পুলিশদের নিশানায় জঙ্গিরা ? বিস্ফোরণের ঘটনার পর থেকে এই প্রশ্নই ঘোরাফেরা করছে । যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত সন্ত্রাসবাদী হামলার প্রমাণ পাওয়া যায়নি । পুলিশের তরফে বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, ইলেক্ট্রিক শর্ট সার্কিট থেকে ওই ঘাঁটিতে বিস্ফোরণ হয় এবং আগুন ধরে যায় । তবে, পাক সংবাদমাধ্যমে প্রকাশিত কয়েকটি খবরে দাবি করা হয়েছে, ওই এলাকায় সক্রিয় তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) গোষ্ঠী এই হামলা চালিয়েছে । ঘটনার পরে এলাকা জুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ এবং সেনা ।
উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসে করাচির পুলিশ সদর দফতরেও হামলা চালিয়েছিল টিটিপি । এই ঘটনায় ৮ জন মারা হয়েছিলেন ।