মঞ্চে পড়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের কলোরাডোতে এয়ার ফোর্সের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। সেখানেই ঘটনাটি ঘটেছে । যদিও বর্তমানে সুস্থ রয়েছেন বলে জানা গেছে।
মার্কিন প্রেসিডেন্টের পড়ে যাওযার ভিডিওটি বর্তমানে সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল। ওই ভিডিওতে দেখা গিয়েছে, ওই অনুষ্ঠানের মূল মঞ্চে বক্তব্য রাখছিলেন জো বাইডেন। বক্তব্য শেষ হওয়ার পর এক ক্যাডেটের সঙ্গে হাত মেলান। এরপর নিজের আসনে ফিরছিলেন। সেসময়ই মুখ থুবড়ে পড়ে যান তিনি।
এই ঘটনাটি লক্ষ্য করেন বিমনানবাহিনীর এক সদস্য। তিনি মঞ্চে গিয়ে বাইডেনকে তোলেন। যদিও আঘাত তেমন গুরুতর নয়। বাইডেন উঠে দাঁড়িয়ে মৃদু হেসে নিজের আসনে গিয়ে বসেন। এই ঘটনার পর হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, পুরোপুরি সুস্থ রয়েছে মার্কিন প্রেসিডেন্ট।
উল্লেখ্য়, ২০২০ সালের নভেম্বর মাসে প্রেসিডেন্ট নির্বাচনে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে জয়ী হয়েছিলেন বাইডেন। সেসময় পোষা কুকুরের সঙ্গে খেলতে গিয়ে পা ভেঙে গিয়েছিল।