কথায় বলে, প্রতিবাদের নিজস্ব ভাষা আছে, যা দেশ-কাল-সীমানা পেরিয়ে জনপ্রিয় হয়ে ওঠে। এ দেশেই নানা সময়ে প্রতিবাদের গান হিসেবে গাওয়া হয়েছে বেলা চাও। এবার চিন দেশে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে বাপ্পি লাহিড়ীর গান 'জিমি জিমি'।
ডিস্কো ড্যান্সার ছবির সুপারহিট গান এখন চিনাদের মুখে মুখে। ব্যাপার খানা কী? সে দেশের জিরো কোভিড নীতির জন্য অনেকেই রীতিমতো গৃহবন্দী। চিনাদের একাংশের দাবি, ভাতের মতো অতি জরুরি পণ্য থেকেও বঞ্চিত হচ্ছেন তাঁরা। তাই প্রতিবাদস্বরূপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে 'জিমি জিমি'-র চিনা ভার্সন।
Editorji Bangla Exclusive: রাজস্থানে একেনবাবু, 'সোনার কেল্লা'র সঙ্গে তুলনা আসবেই? কী বলছেন পরিচালক?
ম্যান্ডারিন ভাষায় 'জি মি, জি মি'-র অর্থ হল, "ভাত দাও, ভাত দাও'
সে দেশের টিকটকে ইতিমধ্যে ভাইরাল হয়েছে সেই ভিডিও।