ফেসবুক লাইভে ( Facebook live) এসে নিজের মাথায় গুলি করে আত্মঘাতী হলেন বাংলাদেশের বিশিষ্ট অভিনেতা রিয়াজ আহমেদের শ্বশুর ব্যবসায়ী মহসিন। বুধবার রাতে দিকে ঢাকার ধানমন্ডিতে নিজের বাড়িতে আত্মহত্যা করেন তিনি। ৫৮ বছরের মহসিন ক্যানসারে ভুগছিলেন। সেই সঙ্গে ছিল নিঃসীম একাকীত্বের যন্ত্রণা।
ফেসবুক লাইভে এসে নিঃসঙ্গতা নিয়ে কথা বলেন মহসিন। তিনি বলেন, ‘আমি ক্যানসারে আক্রান্ত। একাই থাকি। আমার এক ছেলে থাকে অস্ট্রেলিয়ায়। আমার ভয় করে যে আমি বাসায় মরে পড়ে থাকলে, লাশ পচে গেলেও কেউ হয়তো খবর পাবে না।’
আত্মহত্যার আগে মহসিনের বার্তা, জীবন সুন্দর, কিন্তু সকলের জন্য নয়। এরপর কলমা পড়তে পড়তে পিস্তল থেকে গুলি করে আত্মহত্যা করেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।