বাদ না বিশ্রাম। এই নিয়ে ফের ডামাডোল বাংলাদেশ ক্রিকেটে। শাকিব-আল-হাসানকে নিয়ে সমস্যার সমাধান হতে না হতে, এবার দেশের মহিলা ক্রিকেট দলের অধিনায়ককে নিয়ে সমস্যায় সে দেশের ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ থেকে বাদ পড়েন বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক রুমানা আখতারের। যদিও বিসিবি-র দাবি, বাদ নয়, অত্যধিক ক্রিকেটের কারণে রুমানাকে এই সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। রুমানার অভিযোগ, তাঁকে এই ব্যাপারে কিছু বলা হয়নি।
এই মাসের ২৯ তারিখ থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ খেলবেন বাংলাদেশের মহিলারা। দল গঠনের সময় রুমানার বদলে নতুন অধিনায়ক বেছে নেওয়া হয়েছে। আর তাতেই ক্ষোভ প্রকাশ করেছেন রুমানা। অভিযোগ, তাঁর বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে। তাঁকে বিশ্রাম দেওয়া হবে, এই ব্যাপারে কোনও ইঙ্গিত তাঁকে দেওয়া হয়নি।
এদিকে বিসিবি সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই রুমানা আখতারকে সতর্ক করা হয়েছে। বোর্ডের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুললে এবার শাস্তির মুখে পড়তে হতে পারে বলেও জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।