লক্ষ লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশ পা দিল ৫২ বছরে। ১৬ ডিসেম্বর তারিখটি বাংলাদেশে পালিত হয় 'বিজয় দিবস' হিসাবে। স্বাধীন ভারতের রাজনৈতিক ইতিহাসেও এই তারিখটির গুরুত্ব অপরিসীম। ভারতীয় সেনাবাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় পাকিস্তানের কবল থেকে মুক্ত হয়েছিল বাংলাদেশ।
১৯৭১ খ্রিস্টাব্দে ২৫ মার্চ ঢাকা-সহ পূর্ব বাংলায় গণহত্যা চালায় পাক বাহিনী। শুরু হয় রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ। বীর মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়ায় ভারত। ৯ মাসের মরণপণ যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল।
ঢাকার রেসকোর্স ময়দানে পাক বাহিনীর ৯১,৬৩৪ জন সদস্য-সহ পাকিস্তানের পক্ষে আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেন জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি। তিনি যৌথবাহিনীর প্রধান জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে আত্মসমর্পণ করেন। জন্ম হয় স্বাধীন বাংলাদেশের।
উপমহাদেশের ইতিহাসে ১৬ ডিসেম্বর তারিখটি চিরস্মরণীয় হয়ে থাকবে। একদিকে মুক্তিযোদ্ধাদের বীরত্ব, অন্যদিকে ভারতীয় সেনার শৌর্য- দু'য়ের সম্মিলনে রচিত হয়েছিল নতুন ইতিহাস।