Bangladesh Protest : গুঁড়িয়ে দেওয়া হল বঙ্গবন্ধুর মূর্তি, গণভবন ও বাংলাদেশ সংসদের দখল নিলেন আন্দোলনকারীরা

Updated : Aug 05, 2024 18:52
|
Editorji News Desk

বাংলাদেশের কুর্সি থেকে শেখ হাসিনার পদত্যাগ। দেশ ছাড়লেন প্রাক্তন প্রধানমন্ত্রী। তারপরেই ঢাকার ছবিটা যেন গত বছরের কলম্বোর মতোই হয়ে গেল। সেনাপ্রধানের শান্তির বার্তাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে গণভবনের দখল নিলেন আন্দোলনকারীরা। বাংলাদেশের বুকে ভাঙা হল বঙ্গবন্ধু মুজিবর রহমানের মূর্তিও। 

স্থানীয় সময় দুপুরের পর থেকেই প্রধানমন্ত্রীর বাসভবনের দখল নেন আন্দোলনকারীরা। যে ছবি এখন সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যার সতত্যা যাচাই করেনি এডিটরজি বাংলা। এরমধ্যেই দেশের বিভিন্ন জায়গা থেকে আসছে হিংসার খবর। বিশেষ করে আওয়ামী পন্থীদের উপর হামলার অভিযোগ করা হয়েছে। ধানমুন্ডিতে জ্বালিয়ে দেওয়া হয়েছে আওয়ামী লিগের দফতর। হামলা হয়েছে দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতেও। 

বাংলাদেশের প্রথম সারির দৈনিক প্রথম আলোর খবর, ঢাকায় বাংলাদেশের প্রধান বিচারপতি বাড়িতেও হামলা করার অভিযোগ উঠছে আন্দোলনকারীদের বিরুদ্ধে। সাময়িক বন্ধ করা হয়েছে ঢাকা বিমানবন্দর। এই পরিস্থিতিতে দেশের মানুষকে শান্ত থাকতে আবেদন করেছে বাংলাদেশ ন্যাশনাল পার্টি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির জানিয়েছেন, ইতিমধ্যেই তাঁর সঙ্গে সেনা প্রধানের বৈঠক হয়েছে। 

এদিকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কড়া নজর রেখেছে দিল্লি। একযোগে নজর রেখেছে বেজিংও। কোন পথে যাবে ঢাকা, তা নিয়ে জল মাপছে এখন কূটনৈতিক মহল। ইস্তফার আগে জাতীর উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা ছিল শেখ হাসিনার। তা তিনি দিতে পারেননি। সূত্রের দাবি, ইতিমধ্যেই দিল্লিতে হাজির হয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। 

Bangladesh Crisis

Recommended For You

editorji | বিদেশ

26/11 Mumbai Attack: তাহাউর রানার গোপন ভূমিকা কী ছিল? মুম্বই হামলার বিস্ফোরক তথ্য 2025

editorji | বিদেশ

India-Russia Relation: এবার ভারত সফরে রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন, বদলাতে পারে কূটনৈতিক সমীকরণ

editorji | বিদেশ

Bangladesh Independence Day: অন্তর্বর্তী সরকারের প্রথম স্বাধীনতা দিবস, নতুন করে কি স্বাধীন হল বাংলাদেশ!

editorji | বিদেশ

Russia-Ukraine War: সামরিক সাহায্য় বন্ধ ওয়াশিংটনের, আক্রমণ রাশিয়ার, আত্মসমর্পণ করবে ইউক্রেন!

editorji | বিদেশ

Trump-Zelensky Meet: হোয়াইটহাউজে তুমুল বাকবিতন্ডা, ট্রাম্পের চোখে চোখ রেখে তর্ক জেলেনেস্কির