Bangladesh Flood: বাংলাদেশের বন্যায় ঘর ছাড়তে বাধ্য হয়েছেন ৩ লক্ষ মানুষ, মৃতের সংখ্যা বেড়ে ১৮

Updated : Aug 24, 2024 17:22
|
Editorji News Desk

বৃষ্টি কমলেও বাংলাদেশের বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। চলতি সপ্তাহের ভারী বৃষ্টিতে বাংলাদেশের মোট ১১টি জেলা বন্যা বিপর্যস্থ। এর মধ্যে রয়েছে কুমিল্লা, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালি, খাগড়াছড়ি, লক্ষীপুরের মতো জেলা। বন্যাতে মৃতের সংখ্যাও বাড়ছে। বাংলাদেশের দৈনিক প্রথম আলো জানিয়েছে, এখনও পর্যন্ত বাংলাদেশে ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৫০ লক্ষ মানুষ। জলবন্দি হয়ে আছেন ৯ লক্ষ পরিবার। ৩ লক্ষ মানুষ বন্যার জন্য ঘর ছাড়তে বাধ্য হয়েছেন। 

বাংলাদেশের প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারী বর্ষণ অনেকটাই কমেছে। আগামী ২৪ ঘণ্টায় পরিস্থিতির উন্নতি হবে। বন্যা কবলিত এলাকাগুলিতে নগদ ৩ কোটি ৫২ লক্ষ টাকা দেওয়া হয়েছে। শিশুখাদ্য বাবদ দেওয়া হয়েছে ৩৫ লক্ষ টাকা। গোখাজ্য বাবদও ৩৫ লক্ষ টাকা ত্রান দিয়েছে প্রশাসন। ত্রাণের অংশ হিসেবে ২০ হাজার ১৫০ টন চাল ও ১৫ হাজার শুকনো খাবার দেওয়া হয়েছে। 

বন্যার ফলে বাংলাদেশের রাজধানী ঢাকাতে রেল ও সড়ক পরিবহন ব্যবস্থা ভেঙে পড়েছে। বন্দর শহর চট্টগ্রামেও যোগাযোগ ব্যবস্থা নেই। কক্সবাজারেরও একাধিক এলাকাও বিপর্যস্ত। এদিকে বাংলাদেশ ত্রিপুরার সীমান্তেও বন্যার প্রভাব। ত্রিপুরার বিপর্যয় মোকাবিলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। ইতিমধ্যেই ত্রিপুরার জন্য আর্থিক সাহায্য ঘোষণা করেছে কেন্দ্র। 

Bangladesh Crisis

Recommended For You

editorji | বিদেশ

26/11 Mumbai Attack: তাহাউর রানার গোপন ভূমিকা কী ছিল? মুম্বই হামলার বিস্ফোরক তথ্য 2025

editorji | বিদেশ

India-Russia Relation: এবার ভারত সফরে রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন, বদলাতে পারে কূটনৈতিক সমীকরণ

editorji | বিদেশ

Bangladesh Independence Day: অন্তর্বর্তী সরকারের প্রথম স্বাধীনতা দিবস, নতুন করে কি স্বাধীন হল বাংলাদেশ!

editorji | বিদেশ

Russia-Ukraine War: সামরিক সাহায্য় বন্ধ ওয়াশিংটনের, আক্রমণ রাশিয়ার, আত্মসমর্পণ করবে ইউক্রেন!

editorji | বিদেশ

Trump-Zelensky Meet: হোয়াইটহাউজে তুমুল বাকবিতন্ডা, ট্রাম্পের চোখে চোখ রেখে তর্ক জেলেনেস্কির