Bangladesh Accident : বাংলাদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত অন্তত ১৭, ড্রাইভারের অসাবধনতার জের ?

Updated : Jul 23, 2023 07:49
|
Editorji News Desk

বাংলাদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা (Bangladesh Accident) । শেষ পাওয়া খবর অনুযায়ী ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ১৭ জনের । তাঁদের মধ্যে তিনজনই শিশু । এছাড়া, ৩৫ জনের বেশি ঘটনায় আহত হয়েছেন । 

বাংলাদেশের ছত্রকান্দার ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি (Accident) ঘটেছে (Bangladesh Bus Accident) । জানা গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে যায় বাসটি । ঘটনায় বাস ড্রাইভারকেই কাঠগড়ায় তুলেছেন যাত্রীরা ।

জানা গিয়েছে, 'বাসার স্মৃতি' নামে একটি বাস শনিবার সকাল ৯টার সময় ৬০ জন যাত্রী নিয়ে পিরোজপুরের ভাণ্ডারিয়া থেকে বরিশালের দিকে যাচ্ছিল । গন্তব্যস্থলে যাওয়ার পথে সকাল দশটার  কাছাকাছি সময়ে দুর্ঘটনাটি (Accident) ঘটে । পুলিশ সূত্রে খবর, বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠি (Jhalkathi)সদরের ধানসিঁড়ি ইউনিয়নের একটি পুকুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পড়ে যায় ।

ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে । আর মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । মৃতদেহের সংখ্যা বাড়তে পারে বলে জানা গিয়েছে । 

যাত্রীদের অভিযোগ, বাস চালকের অসাবধনা, অন্যমনস্কতার জেরেই এই দুর্ঘটনা ঘটেছে । এছাড়াও আরও অভিযোগ, ওই বাসটির ৫২ জন যাত্রী নেওয়ার ক্ষমতা রয়েছে । কিন্তু, তার বদলে ৬০ জন যাত্রী বাসে ছিলেন । অতিরিক্ত যাত্রী চাপে, চালকের অন্যমনস্কতা, ভুলের জন্যই দুর্ঘটনা বলে অভিযোগ একাংশের । 

আরও পড়ুন, 23rd July in history: আজকের দিনেই প্রতিষ্ঠা হয়েছিল অল ইন্ডিয়া রেডিও, ইতিহাসের চোখে ২৩ জুলাই
 

মহম্মদ মমিন নামে এক বাসচালক বলেন, " আমি ভাণ্ডারিয়া থেকে বাসে উঠেছিলাম । বাসে যাত্রীসংখ্যা অনেক বেশি ছিল । দেখলাম, ওই ড্রাইভারে সুপারভাইজারের সঙ্গে কথা বলছেন । তারপরই হঠাৎ ওই দুর্ঘটনা ঘটে । বাসে অতিরিক্ত যাত্রী থাকায়, সঙ্গে সঙ্গে পুকুরে ডুবে যায় বাসটি । আমি কোনওরকমে বাস থেকে বেরিয়ে আসতে পেরেছি ।"

ঝালকাঠি সদর হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, যাত্রীদের পেটে অতিরিক্ত জল ঢুকেছে, তাতেই শারীরিক অবস্থা আরও খারাপ হয়েছে । উল্লেখ্য, বাংলাদেশে বাস দুর্ঘটনা নতুন বা প্রথম নয় । রোড সেফটি ফাউন্ডেশনের রিপোর্ট অনুযায়ী, জুনেই শুধুমাত্র ৫৫৯টি পথ দুর্ঘটনা ঘটেছে । 

Bus Accident

Recommended For You

editorji | বিদেশ

26/11 Mumbai Attack: তাহাউর রানার গোপন ভূমিকা কী ছিল? মুম্বই হামলার বিস্ফোরক তথ্য 2025

editorji | বিদেশ

India-Russia Relation: এবার ভারত সফরে রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন, বদলাতে পারে কূটনৈতিক সমীকরণ

editorji | বিদেশ

Bangladesh Independence Day: অন্তর্বর্তী সরকারের প্রথম স্বাধীনতা দিবস, নতুন করে কি স্বাধীন হল বাংলাদেশ!

editorji | বিদেশ

Russia-Ukraine War: সামরিক সাহায্য় বন্ধ ওয়াশিংটনের, আক্রমণ রাশিয়ার, আত্মসমর্পণ করবে ইউক্রেন!

editorji | বিদেশ

Trump-Zelensky Meet: হোয়াইটহাউজে তুমুল বাকবিতন্ডা, ট্রাম্পের চোখে চোখ রেখে তর্ক জেলেনেস্কির