বিদ্যুৎ বাঁচাতে (Electricity Save) সপ্তাহে একদিন কম কাজ করার ঘোষণা বাংলাদেশ সরকারের (Bangladesh Government)। তিনদিন বন্ধ থাকবে স্কুল। একদিন এক ঘণ্টা করে কম কাজ হবে সরকারি দফতর, ব্যাঙ্ক-সহ সব অন্যান্য প্রতিষ্ঠানে। বুধবার থেকেই কার্যকর হল এই নতুন নিয়ম।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর জিনিসপত্রের দাম বৃদ্ধি। জ্বালানির দামও লাগামছাড়া। শ্রীলঙ্কার মতো পরিস্থিতি যাতে তৈরি না হয়, তাই আগেভাগেই এমন সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের। বাংলাদেশে অধিকাংশ স্কুল বন্ধ থাকে শুক্রবার। কিন্তু এবার থেকে শনি ও রবিবারও বন্ধ থাকবে স্কুল (School Weekly Holiday)। এমনই জানিয়েছেন বাংলাদেশের মন্ত্রী খান্ডেকার আনওয়ারুল ইসলাম। তিনি জানিয়েছেন, সরকারি অফিস ও ব্যাঙ্কগুলি ৮ ঘণ্টার বদলে ৭ ঘণ্টা কাজ করবে। বেসরকারি অফিস নিজেদের সময় অনুযায়ী কাজ করবে।
আরও পড়ুন: ২ বছরের অপেক্ষা শেষ, এবার চিন থেকে ঘরে ফিরতে পারবেন ভারতীয় পড়ুয়ারা
গত মাসে বাংলাদেশে জ্বালানির দাম ৫০ শতাংশ বেড়ে যায়। গত কয়েক সপ্তাহে জ্বালানির দাম ক্রমশ বাড়ছে। বাংলাদেশ সরকার জানিয়েছে, রাশিয়া থেকে বিশেষ বন্দোবস্ত করে সস্তায় জ্বালানি আনার চেষ্টা করছেন তাঁরা। কিন্তু সেই সিদ্ধান্ত নিয়ে প্রবল সমালোচনার মুথে পড়তে হয় সরকারকে। এরপরই জ্বালানির দাম কমানোর জন্য একাধিক পদক্ষেপ করে সরকার।
বাংলাদেশে ডিজেল পরিচালিত তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিয়েছে সরকার। তারপর থেকে বাংলাদেশে কারেন্ট যাওয়ার হার কয়েকগুণ বেড়ে গিয়েছে। দৈনিক ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমিয়ে ফেলেছে।