আফ্রিকার গাম্বিয়ার পর এশিয়ার উজবেকিস্তান। ফের ভারতে তৈরি সর্দি-কাশির সিরাপ খেয়ে বহু শিশুর মৃত্যুর অভিযোগ উঠল। উজবেকিস্তানের স্বাস্থ্য দফতর বুধবার জানিয়েছে, ভারতীয় ওষুধ প্রস্তুতকারী সংস্থা ম্যারিয়ন বায়োটেক প্রাইভেট লিমিটেডের তৈরি কাশির সিরাপ খেয়ে এখনও পর্যন্ত ১৮ জন শিশুর মৃত্যু হয়েছে।
২০১২ সালে উজবেকিস্তানে ওষুধ সরবরাহের অনুমতি পায় ম্যারিয়ন বায়োটেক। তাদের সরবরাহ করা সর্দি-কাশির সিরাপ পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে উজবেকিস্তান সরকার। সূত্রের খবর, প্রাথমিক ভাবে আশঙ্কা করা হচ্ছে ওই কাশির সিরাপে প্যারাসিটামলের মাত্রায় গরমিলের কারণেই এমন ঘটনা। এর আগে গাম্বিয়ায় সর্দি-কাশির সিরাপ খেয়ে ৭০ জন শিশুর মৃত্যু হয়েছিল।
Kandukur Stampede: চন্দ্রবাবুর রোড শো’য়ে পদপিষ্ট হয়ে অন্তত সাত জনের মৃত্যু নেল্লোরে