ফের রক্তাক্ত আমেরিকা। টেক্সাসে বন্দুকবাজের হামলায় কমপক্ষে ৯ জনের মৃত্যু। শপিংমলের ঘটনায় বন্দুকবাজকেও গুলি করে মেরেছে পুলিশ। শনিবার ডালাসের এই শপিংমল গুলির শব্দে কেঁপে ওঠে। এই ঘটনায় আরও সাতজন জখম বলেও খবর পাওয়া গিয়েছে। পুলিশ জানিয়েছে, উইকএন্ড করতে অনেকেই মলে ভিড় করেছিলেন। সেই সময় ওই বন্দুকবাজ এলোপাথাড়ি গুলি চালায়। বেশিরভাগের মৃত্যু হাসপাতালে হয়েছে। নিহতদের তালিকায় এক পাঁচ বছরের শিশুও রয়েছে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক ভাবে এই ঘটনায় জখম হয়েছিলেন ১৬ জন। দমকল সূত্রে জানানো হয়েছে, মৃতদের বয়স ৫ থেকে ৬১ বছর। পুলিশের দাবি, বন্দুকবাজের সঙ্গে তাদেরও গুলির লড়াই চলে। তাদের গুলিতেই প্রাণ হারায় ওই যুবক। সে একাই এসেছিল বলে জানিয়েছে ডালাস পুলিশ। তবে কেন এমন ঘটনা ওই যুবক ঘটাল, তার তদন্ত শুরু হয়েছে।
গত কয়েক মাসে পর পর আমেরিকায় ঘটে গেল বন্দুকবাজের হামলা। যা চিন্তায় রাখছে বাইডেন প্রশাসনকে। আমেরিকায় পিস্তল নিজের কাছে রাখার অনুমতি সকলেরই আছে। তাই গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনাও তুলনামূলক বেশি।