দক্ষিণ আফ্রিকার পর এবার আমেরিকার টেক্সাস। ট্রাকের ভিতর থেকে কমপক্ষে ৪৬ জনের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। এছাড়াও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ১৫ জন।
জানা গিয়েছে, রেল লাইনের ধারে দাঁড় করানো ছিল ট্রাকটি। পুলিশের প্রাথমিক অনুমান, শরণার্থীদের নিয়ে টেক্সাসে (Texas) এসেছিল ওই ট্রাকটি।
আরও পড়ুন- News Anchor Breaks Down in Live: হৃদয়বিদারক, সহকর্মীর মৃত্যুর খবর পড়তে গিয়ে কান্না উপস্থাপিকার
টেক্সাস (Texas Truck Dead) শহর থেকে বেশ কিছুটা দূরে রেললাইনের পাশে দাঁড় করানো ছিল ওই ট্রাকটি। মেক্সিকো শহর থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরের এই শহরে সোমবার তাপমাত্রা ছিল ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস। মেক্সিকোর দমকল বিভাগের তরফে জানানো হয়, অত্যাধিক গরমের ফলেই মৃত্যু হয়েছে ৪৬ জনের।