ভয়াবহ অগ্নিকাণ্ড কুয়েতে। ঘটনায় ৪১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তাঁদের মধ্যে অন্তত ১০ জন ভারতীয়। ঘটনাটি ঘটেছে কুয়েতের ম্যানগাফ জেলায়।
সংবাদসংস্থা আল জাজিরা জানিয়েছে, বুধবার সকালে ম্যানগাফ জেলার একটি বহুতলে হঠাৎ আগুন ধরে যায়। ৬টি তলা বিশিষ্ট ওই বহুতলে রয়েছে একটি বড় কিচেন। সেখানেই প্রথমে আগুন দেখতে পাওয়া যায়। ওই বিল্ডিংয়ে অনেক ভারতীয় থাকতেন। তাঁদের মধ্যে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছ।
কুয়েতে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে একটি টুইট করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, আগুন লাগার ঘটনায় অন্তত ৩০ জন ভারতীয় আহত হয়েছেন। তাঁদের স্থানীয় আল-আদান হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের প্রত্যেকের শারীরিক অবস্থা স্থিতিশীল।
ইতিমধ্যে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর একটি টুইট করেছেন। সেখানে মৃতদের পরিবারকে সমবেদনা জানানো হয়েছে। আহতদের সুস্থতা কামনা করেছেন বিদেশমন্ত্রী।