Ecuador TV studio : লাইভ চলাকালীন টিভি চ্যানেলের স্টুডিওতে দুষ্কৃতী তাণ্ডব, বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি

Updated : Jan 10, 2024 11:26
|
Editorji News Desk

সরকারি টিভি চ্যানেলে তখন লাইভ সম্প্রচার চলছে । হঠাৎ, বন্দুক হাতে ঢুকে পড়ল কয়েক জন । প্রত্যেকরই মুখ ঢাকা, হাতে শুধু বন্দুক নয়, ছিল বোমাও । সেইসঙ্গে খুনের হুমকি দিতেও শুরু করে তারা । মাটিতেই বসে পড়েন অ্যাঙ্করসহ টিভি চ্যানেলের বাকি কর্মীরা । ব্যাকগ্রাউন্ডে শোনা যায় গুলির আওয়াজও । প্রায় ১৫ মিনিট ধরে চলা লাইভে দুষ্কৃতী তাণ্ডব দেখল ইকুয়েডর । আর সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ।  

জানা গিয়েছে,মঙ্গলবার সরকারি টেলিভিশন টিসিতে লাইভ সম্প্রচার চলছিল। সেই সময় কালো হুডি পরে গুয়াইয়াক্যুইল শহরে চ্যানেলের স্টুডিয়োয় ঢুকে পড়ে কয়েক জন দুষ্কৃতী । তাঁদের হাতে ছিল বোমা, বন্দুকের মতো  অস্ত্রশস্ত্র ।  চ্যানেলটিকে বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় । ব্যাকগ্রাউন্ডে শোনা যায় গুলির আওয়াজও । পুলিশ জানিয়েছে, টিভি চ্যানেলে হামলার ঘটনায় কেউ হতাহত হননি। ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি পুলিশের ।

সম্প্রতি, আমেরিকার ইকুয়েডরে কুখ্যাত অপরাধী জেল ভেঙে পালানোর পরেই প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া দেশে জরুরি অবস্থা জারি করেন। তার পরেই ঘটে গেল এই ঘটনা। এদিকে, এঘটনার কয়েক ঘন্টা আগে, ইকুয়েডর কর্তৃপক্ষ দেশ জুড়ে বিস্ফোরণ এবং বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে অপহরণ সহ একাধিক হামলার বিষয়টি নিশ্চিত করেছে ।

Ecuador

Recommended For You

editorji | বিদেশ

26/11 Mumbai Attack: তাহাউর রানার গোপন ভূমিকা কী ছিল? মুম্বই হামলার বিস্ফোরক তথ্য 2025

editorji | বিদেশ

India-Russia Relation: এবার ভারত সফরে রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন, বদলাতে পারে কূটনৈতিক সমীকরণ

editorji | বিদেশ

Bangladesh Independence Day: অন্তর্বর্তী সরকারের প্রথম স্বাধীনতা দিবস, নতুন করে কি স্বাধীন হল বাংলাদেশ!

editorji | বিদেশ

Russia-Ukraine War: সামরিক সাহায্য় বন্ধ ওয়াশিংটনের, আক্রমণ রাশিয়ার, আত্মসমর্পণ করবে ইউক্রেন!

editorji | বিদেশ

Trump-Zelensky Meet: হোয়াইটহাউজে তুমুল বাকবিতন্ডা, ট্রাম্পের চোখে চোখ রেখে তর্ক জেলেনেস্কির