অবিলম্বে ইউক্রেনের (Ukraine) বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করার দাবিতে বিক্ষোভে উত্তাল রাশিয়া (Russia)। রুশ সেনা যখন কিয়েভ দখল করতে এগোচ্ছে, তখনই 'যুদ্ধ নয়, শান্তি চাই' স্লোগানে উত্তাল হল সেন্ট পিটার্সবার্গ।
শহরে সিটি সেন্টারে জড়ো হন একদল প্রতিবাদী। তাঁদের শান্তিপূর্ণ প্রতিবাদে ঝাঁপিয়ে পড়ে পুলিশ। অনেককে মারধর করা হয়। গ্রেফতার করা হয়েছে অনেককে।
আরও পড়ুন: Russia-Ukraine crisis: 'আগে দেশবাসীর ওপর হামলা থামান, তারপর বৈঠক' রাশিয়াকে একহাত নিলেন জেলেনস্কি
একটি মানবাধিকার সংগঠন জানিয়েছে, রাশিয়ার ৩২টি শহর থেকে মোট ৩৫৬ জন প্রতিবাদীকে গ্রেফতার করা হয়েছে।