'বঙ্কুবাবুর বন্ধু'রা কি সত্যিই আছেন। দীর্ঘদিন আগে ভিনগ্রহীদের নিয়ে গল্প লিখেছিলেন সত্যজিৎ রায় (Satyajit Ray)। তৈরি হয়েছে অসংখ্য গল্প, চলচ্চিত্র, গান। শিল্প-সাহিত্যের পাতায় থাকলেও বাস্তবে কি এর অস্তিত্ব আছে! হাজার বছর আগে দুই এলিয়েনের (Alien) মৃতদেহ প্রকাশ্যে আনল মেক্সিকো কংগ্রেস (Mexico Congress)।
মানুষের মতোই দেখতে, কিন্তু উচ্চতায় একটু খাটো। ভিনগ্রহী বিশেষজ্ঞরা জানিয়েছেন, এরা পৃথিবীর বিবর্তনের অংশ নয়। কোনও ধ্বংসস্তূপ থেকে পাওয়া যায়নি এদের। পাওয়া গিয়েছে খনির নিচে। দুটি কাঠের বাক্স করে দুটি মমি করা মৃতদেহ আনা হয়েছিল।
আরও পড়ুন: রাস্তা যেন লাল নদী, রেড ওয়াইনে ভাসল এই ছোট্ট গ্রাম, দেখেছেন ভিডিও ?
মেক্সিকো কংগ্রেসে প্যারানরমাল ইভেন্টটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সত্যি কি ভিনগ্রহীদের মৃতদেহ এই দুটি। মওসান জানিয়েছেন, দুটি মৃতদেহর ডিএনএ পরীক্ষা করা হয়েছে। এর ৩০ শতাংশের বেশি অজানা। যে সব ধাতুর অস্তিত্ব পৃথিবীতে নেই। মওসান জানান, এই মহাবিশ্বে মানুষ একমাত্র জীব নয়। এই উপলব্ধি থাকা উচিত বিশ্ববাসীর।