২৫০০ বছর আগের জটিল এক রহস্য যা এর আগে অবধি হাজার চেষ্টা করেও কেউ সমাধান করতে পারেননি, এবার সেই ধাঁধাই সমাধান করে দিলেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এক ভারতীয় ছাত্র। তাঁর নাম ঋষি রাজপোপট।
পাণিনিকে বলা হয় ভাষাতত্ত্বের জনক। তাঁর ভাষাতত্ত্বের অনেক রহস্যেরই সমাধান সম্ভব হয়নি। এখনও পর্যন্ত পাণিনির ‘অষ্টাধ্যায়ী’র সমাধান করে উঠতে পারেননি বিশেষজ্ঞরা৷ এই পর্যায়ে এসে ব্যকরণের কোন ধাপটি গ্রহণ করা উচিৎ তা বুঝে ওঠা যেত না৷
বিশেষ একটি পর্যায়ের জন্য একাধিক ধাপের কথা বলা আছে তাঁর ব্যকরণে। এরমধ্যে কোনটি গ্রহণযোগ্য তা বোঝা যেত না। এবার এই জটই ছাড়িয়ে ফেলেছেন কেমব্রিজের ভারতীয় গবেষক। ঋষি জানান, টানা ৯ মাস ধরে এই জট ছাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তিনি। শেষমেশ ভেবেছিলেন হালও ছাড়বেন। এরপর এক মাস বই পত্র তুলে নিজের মতোই কাটাচ্ছিলেন তিনি, কিন্তু সূত্র তাঁর পিছু ছাড়ছিল না৷ এরপর আড়াই বছর লেগেছে এর সমাধান বের করতে। বিশেষজ্ঞদের মতে, ঋষির এই আবিষ্কারে পাণিনির সূত্র কম্পিউটার প্রোগ্রামিং এর মাধ্যমেও ব্যবহার করা যাবে।