Covid-19: চিনের ল্যাবরেটারি থেকে দুর্ঘটনাবশত ছড়িয়েছে করোনা, দাবি মার্কিন এনার্জি ডিপার্টমেন্টের রিপোর্টে

Updated : Mar 06, 2023 13:52
|
Editorji News Desk

চিনের (China) কোনও একটি ল্যাবরেটরি থেকে দুর্ঘটনাক্রমে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস (Corona Virus) । এবার এমনই দাবি করল মার্কিন এনার্জি ডিপার্টমেন্ট (America Energy Department) । ওয়াল স্ট্রিট জার্নালের (WSG) একটি প্রতিবেদনে বলা হয়েছে, কীভাবে বিশ্বব্যাপী ভাইরাসটি ছড়িয়ে পড়ে, সেই বিষয়ে আগে কোনও সিদ্ধান্তে আসতে পারছিল না এনার্জি ডিপার্টমেন্ট । তবে সম্প্রতি, পাঁচ পাতারও কম একটি প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছে,চিনের এক ল্যাবরেটরি থেকে সম্ভবত দুর্ঘটনাবশত করোনা ছড়িয়ে পড়েছে । 

২০১৯ সালের শেষে চিনে আচমকাই করোনা ভাইরাসের হানা । যা ধীরে ধীরে গোটা বিশ্ব ছড়িয়ে পড়ে । কোথা থেকে এর উৎপত্তি, কীভাবে ছড়িয়ে পড়েছিল, তিন বছর পর তা জানা যায়নি । তবে যেহেতু চিন থেকেই এই সংক্রমণ শুরু হয়,তাই প্রথম থেকেই অভিযোগ উঠেছিল, চিনা ল্যাব থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়ে ।  চিনের বিরুদ্ধে আগেও এই অভিযোগ তুলেছিল আমেরিকা । এবারও একই অভিযোগ রয়েছে । তবে, নতুন তথ্য যোগ হয়েছে । নতুন তথ্য অনুযায়ী, মার্কিন 'এনার্জি ডিপার্টমেন্ট' সিদ্ধান্তে 
এসেছে যে চিনা ল্যাবে একটি দুর্ঘটনার কারণেই সম্ভবত করোনভাইরাস মহামারির সৃষ্টি হয়েছিল  । মার্কিন কংগ্রেসের তরফে আপডেটেড নথি না চাওয়া হলেও আইন প্রণেতারা, বিশেষত হাউস এবং সিনেট রিপাবলিকানরা মহামারীর উৎস সম্পর্কে তাদের নিজস্ব তদন্ত চালিয়ে যাচ্ছিলেন এবং আরও তথ্যের জন্য বাইডেন প্রশাসন ও গোয়েন্দা বিভাগের উপর চাপ সৃষ্টি করছিলেন বলে অভিযোগ । এই আবহে করোনা নিয়ে এমন তথ্য সামনে আনল আমেরিকা ।

আরও পড়ুন, Iran News : 'ওরা যত বেশি পড়ে, তত বেশি জানে...' মেয়েদের বই-খাতা থেকে দূরে রাখতে বিষ দেওয়া হচ্ছে এই দেশে
 

এর আগে ২০২১ সালে এফবিআই একটি রিপোর্টে জানিয়েছিল, সম্ভবত ল্যাবের থেকেই করোনাভাইরাস ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। তবে ইচ্ছে করে এই ভাইরাস ছড়িয়ে দেওয়া হয়নি বলেই উল্লেখ করেছে এফবিআই । এবার একই মত পোষণ করল মার্কিন এনার্জি ডিপার্টমেন্ট ।   

coronavirusChinapandemic

Recommended For You

editorji | বিদেশ

26/11 Mumbai Attack: তাহাউর রানার গোপন ভূমিকা কী ছিল? মুম্বই হামলার বিস্ফোরক তথ্য 2025

editorji | বিদেশ

India-Russia Relation: এবার ভারত সফরে রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন, বদলাতে পারে কূটনৈতিক সমীকরণ

editorji | বিদেশ

Bangladesh Independence Day: অন্তর্বর্তী সরকারের প্রথম স্বাধীনতা দিবস, নতুন করে কি স্বাধীন হল বাংলাদেশ!

editorji | বিদেশ

Russia-Ukraine War: সামরিক সাহায্য় বন্ধ ওয়াশিংটনের, আক্রমণ রাশিয়ার, আত্মসমর্পণ করবে ইউক্রেন!

editorji | বিদেশ

Trump-Zelensky Meet: হোয়াইটহাউজে তুমুল বাকবিতন্ডা, ট্রাম্পের চোখে চোখ রেখে তর্ক জেলেনেস্কির