Russia Ukraine War: রাশিয়ান ভডকা বয়কট আমেরিকার গ্রাহকদের, বাজারে বাড়ছে ইউক্রেনের তৈরি চকোলেটের চাহিদা

Updated : Mar 17, 2022 12:42
|
Editorji News Desk

ইউক্রেন রাশিয়া যুদ্ধের (Russia Ukraine War) প্রভাব রেস্তরাঁগুলোতেও (Restaurant)। বিশ্ববন্দিত রাশিয়ান ভডকাকে (Russian Vodka) বয়কট করছে আমেরিকানরা। আমেরিকায় (America) রাশিয়ান রেস্তরাঁর মালিকরা ভয়েসমেলে ব্যবসা বন্ধের হুমকি বার্তাও (Threat Call) পাচ্ছে। এদিকে বেড়ে গিয়েছে ইউক্রেনে তৈরি চকোলেটের চাহিদা।

ইউক্রনের ওপর রাশিয়ান সেনাবাহিনীর (Russian Army) হামলায় সমালোচনার ঝড় উঠেছে সব মহলে। সেই রাগ গিয়ে পড়েছে রাশিয়ান দ্রব্যের (Russian Products) ওপর। রাশিয়ান ব্যবসা, ব্র্যান্ড বা যে কোনও দ্রব্য বয়কট করছে আমেরিকা। মালিক কর্তৃপক্ষ ও বাজার বিশেষজ্ঞদের মতে, এত রাশিয়া বিদ্বেষী মনোভাব গ্রাহকদের মধ্যে এর আগে দেখা যায়নি। কিন্তু তাঁদের মতে, রাশিয়া বিদ্বেষী মনোভাব অযৌক্তিক। কারণ অনেক রুশ দ্রব্য বিক্রেতারা জাতিতে রাশিয়ান নন। তাই প্রভাব পড়ছে সমাজ ও অর্থনীতিতে।

আরও পড়ুন: রাশিয়ান সেনাবাহিনীর হামলায় মৃত্যু ফক্স নিউজের চিত্র সাংবাদিকের

কালিঙ্কা রাশিয়ান কুজিন নামে ক্যালিফোর্নিয়ার এক রেস্তরাঁ মালিক টাইগার এলচ্যান জানান, যুদ্ধ শুরু হওয়ার পর তিনিও কিছু হুমকিবার্তা পেয়েছে। যিনি ফোন করেছিলেন, তার গলা আমেরিকানদের মতোই। এলচ্যান নিজে জন্মসূত্রে আমেরিকান। তাঁর রেস্তরাঁ শুধু রাশিয়ান খাবার পরিবেশন করে না। সোভিয়েত ইউনিয়নের দেশ জর্জিয়া, কাজাখাস্তানের খাবারও পাওয়া যায়। তবে তাঁর কর্মীদের অধিকাংশই রাশিয়ান।

রাশিয়া-ইউক্রেন সহ বিভিন্ন আন্তর্জাতিক পণ্যের ব্যবসা করে মস্কো অন দা হাডসন নামে একটি স্টোর। এই স্টোরের মালিকও এরকম অদ্ভুত হুমকি কল পেয়েছেন। তাঁকে ফোনে বলা হয়েছে, রাশিয়ান প্রেসিডেন্ট পুতিনকে যুদ্ধ বন্ধ করতে বলুন।

আরও পড়ুন: কাঁপছে মেট্রোরেল, দুলছে বাড়ি, জাপানে ভূমিকম্পের ভয়াবহ দৃশ্য, সুনামির সতর্কতা জারি

রাশিয়া, পোলান্ড, গ্রিক থেকে পন্য আমদানি করেন গ্লেভ গ্যাবরিলভ নামে এক ব্যক্তি। মাকে নিয়ে আমেরিকায় একটি স্টোর চালান তিনি। তাঁর মতে, যুদ্ধ শুরু হওয়ার পর পন্য আমদানি কঠিন হয়ে গিয়েছে তাঁদের। পূর্ব ইউরোপ থেকে পণ্যের জোগান কমে গিয়েছে। ব্রুকলিনের ডিস্ট্রিবিউটররা তাঁকে জানিয়ে দিয়েছেন, পন্যের জোগান দ্রুত শেষ হয়ে যাবে।

Ukraine Russia WarUkraine crisisRussia Ukraine CrisisAmerican People

Recommended For You

editorji | বিদেশ

26/11 Mumbai Attack: তাহাউর রানার গোপন ভূমিকা কী ছিল? মুম্বই হামলার বিস্ফোরক তথ্য 2025

editorji | বিদেশ

India-Russia Relation: এবার ভারত সফরে রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন, বদলাতে পারে কূটনৈতিক সমীকরণ

editorji | বিদেশ

Bangladesh Independence Day: অন্তর্বর্তী সরকারের প্রথম স্বাধীনতা দিবস, নতুন করে কি স্বাধীন হল বাংলাদেশ!

editorji | বিদেশ

Russia-Ukraine War: সামরিক সাহায্য় বন্ধ ওয়াশিংটনের, আক্রমণ রাশিয়ার, আত্মসমর্পণ করবে ইউক্রেন!

editorji | বিদেশ

Trump-Zelensky Meet: হোয়াইটহাউজে তুমুল বাকবিতন্ডা, ট্রাম্পের চোখে চোখ রেখে তর্ক জেলেনেস্কির