কৃত্রিম বুদ্ধিমত্তার জনপ্রিয়তা বাড়ছে । প্রযুক্তির দুনিয়ায় চর্চার কেন্দ্রে রয়েছে AI । বিভিন্ন কোম্পানিতে আর্টিফিশিয়াল ইন্টাজিলেন্সের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে । ফলে কাজ হারাচ্ছেন অনেকে । শুধু কর্মক্ষেত্রে নয়, প্রেমের জীবনেও নাকি প্রভাব ফেলছে এআই । এমনকী, বিয়ের পিঁড়িতে পর্যন্ত বসে পড়ছেন কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত পুরুষ । রক্তমাংস মানুষের পরিবর্তে পছন্দের মানুষ হয়েছেন এআই মানব । সম্প্রতি সেরকমই ঘটনা ঘটিয়ে নজির গড়েছেন আমেরিকার এক তরুণী ।
আমেরিকার রোজানা রামোস নামে এক তরুণী বিয়ে করেছেন এক এআই মানব এরেন কার্টালকে । তরুণী জানিয়েছেন, ২০২২ সালে একটি ডেটিং অ্যাপে এরেন কার্টালের সঙ্গে আলাপ হয় ৩৬ বছর বয়সি রোজানার। এরেন একজন ভার্চুয়াল পুরুষ বুঝেও পিছিয়ে আসেননি রোজানা। বরং এরেনকেই বিয়ে করবেন বলে ঠিক করেন তরুণী । তাঁর কথায়, কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত পুরুষের থেকেই তিনি নাকি সবচেয়ে বেশি ভালোবাসা পেয়েছেন । কার্টেলই রৃছিবীর সেরা স্বামী , যোগ্য স্বামী ।
স্বামীর সঙ্গে সুখেই দিন কাটছে তাঁর । রোজানার কথায়, কার্টেলের মতো আর কেউ তাঁকে ভালবাসতে পারবে না । রোজানা বলেন, মানুষের সাধারণত পরিবার-পরিজন থাকে,"এ ক্ষেত্রে সেই সবের বালাই নেই। খুব বেশি দায়িত্বও নেই।" নিজের মতো চালনা করতে পারেন কার্টেলকে ।