মেক্সিকোতে ভিনগ্রহীদের যে মৃতদেহ দেখানো হয়েছিল তা অপ্রমাণিত প্রচেষ্টা বলে মন্তব্য করলেন আমেরিকান ফর সেফ অ্য়ারোস্পেসের প্রধান রায়ান গ্রেভস। তিনি জানিয়েছেন, ওই গুরুত্বপূর্ণ সভায় যে দুটি মমিকে ভিনগ্রহীদেহ মৃতদেহ বলে দেখানো হয়েছে, সেগুলি এখনও নিশ্চিতভাবে প্রমাণিত হয়নি।
আমেরিকার প্রাক্তন পাইলট গ্রেভস জানিয়েছেন, মেক্সিকো কংগ্রেসে যে শুনানি হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। কারণ UFO-র অভিজ্ঞতা বাঁচিয়ে রাখার চেষ্টা করছিলেন তিনি। কিন্তু মেক্সিকো কংগ্রেসের শুনানিতে তা অনেকটাই ব্যকফুটে চলে গেছে। এবিষয়ে গ্রেভস জানিয়েছেন, পুরো বিষয়টিতে তিনি অত্যন্ত আশাহত হয়েছেন।
Read More- হাজার বছরের প্রাচীন ২ ভিনগ্রহীর দেহ, মেক্সিকো কংগ্রেসে প্রদর্শন ঘিরে হুলুস্থূল
এদিকে হাজার বছর আগে দুই এলিয়েনের (Alien) মৃতদেহ প্রকাশ্যে এনেছিল মেক্সিকো কংগ্রেস (Mexico Congress)। মেক্সিকো কংগ্রেসে প্যারানরমাল ইভেন্টটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সত্যি কি ভিনগ্রহীদের মৃতদেহ এই দুটি? তা নিয়ে জোর চর্চা চলছে।