সোমালিয়ার গালসাড শহরে এয়ারস্ট্রাইক আমেরিকার। মার্কিনি সেনাবাহিনী সূত্রে খবর, এই অপারেশনে আল-শবাব জঙ্গিগোষ্ঠীর ৩০ জন সদস্য নিকেশ হয়েছে। সোমালিয়ার রাজধানী মোগাদিশু থেকে ২৬০ কিলোমিটার দূরে গালসাড শহরে এয়ারস্ট্রাইক করে মার্কিন সেনা।
গত কয়েকদিন ধরেই সোমালিয়ার সেনাবাহিনীর সঙ্গে এলাকা দখল নিয়ে লড়াই চালাচ্ছিল আল-শবাব গোষ্ঠীর জঙ্গিরা। শুক্রবার প্রায় একশোর বেশি জঙ্গিগোষ্ঠীর সদস্য সোমালিয়ার সেনাবাহিনীর উপর হামলা চালায়। এরপরই এয়ারস্ট্রাইক করে মার্কিন সেনা।
এর আগে গালসাডের সাতজন সোমালি সেনা আল শবাব জঙ্গিদের হাতে নিহত হন। সোমালিয়ার তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে, আমেরিকার এয়ারস্ট্রাইকে আল-শবাব জঙ্গিগোষ্ঠীর একাধিক সদস্য নিহত হয়েছে।