Journalist died in west bank: ইতিহাসে প্রথম, ওয়েস্ট ব্যাঙ্কে ইজরায়েল সেনার গুলিতে মহিলা সাংবাদিকের মৃত্যু

Updated : May 11, 2022 16:26
|
Editorji News Desk

ওয়েস্ট ব্যাঙ্কের গৃহযুদ্ধে বলি এক মহিলা সাংবাদিক (Journalist Death) । খবর করতে গিয়ে প্রাণ গেল আল জাজিরার (Al Jazeera) ওই মহিলা সাংবাদিকের । তাঁর নাম শিরিন আবু আকলে । প্যালেস্টাইনের স্বাস্থ্য মন্ত্রকের দাবি, ইজরায়েলীয় সেনার (Israel Forces) গুলিতেই তাঁর মৃত্যু হয়েছে বলে খবর । উল্লেখ্য, ইজরায়েলের সেনার গুলিতে এই প্রথম মহিলা সাংবাদিকে মৃত্যু হয়েছে । গুলিবিদ্ধ হয়েছেন আলি আল-সামুদি নামে আরও এক সাংবাদিক । যদিও, এই অভিযোগ অস্বীকার করেছে ইজরায়েলীয় সেনা ।

ওয়েস্ট ব্যাংকের জেনিন শহরে খবর সংগ্রহ করছিলেন ওই মহিলা সাংবাদিক । সেইসময় ইজরায়েলের সেনার তরফে সামরিক অভিযান চালানো হয় । খবর সংগ্রহের সময় আচমকাই গুলি লাগে তাঁর । ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলা সাংবাদিকের । প্যালেস্টিনীয় স্বাস্থ্য মন্ত্রক দাবি করেছে, ইজরায়েলের ছোড়া গুলিতেই মৃত্যু হয়েছে শিরিনের । জেরুজালেমের অপর একটি সংবাদপত্রের এক সাংবাদিকও গুলিবিদ্ধ হয়েছেন । তবে তিনি এখন ভাল আছেন । এএফপি সূত্রে জানা যাচ্ছে, জেনিন শহরে হামলার খবর নিশ্চিত করেছে ইজরায়েলের সেনা । তবে সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছোঁড়ার অভিযোগ অস্বীকার করেছে তারা ।

আরও পড়ুন, Sedition Law paused: সুপ্রিম কোর্টের নির্দেশ স্থগিত দেশদ্রোহ আইন প্রয়োগ, শীর্ষ আদালতে ধাক্কা কেন্দ্রের
 

বহুদিন ধরেই আল-জাজিরার আরবি সংবাদ চ্যানেলে কাজ করছেন শিরিন । সম্প্রতি, জেনিন শহরে ইজরায়েলি সেনার অভিযান সংক্রান্ত তথ্য সংগ্রহের কাজ করছিলেন । কিন্তু, কাজ আর শেষ করা হল না । হিংসার বলি হলেন তিনি । এদিকে, শিরিনের মৃত্যুর পরে আল জাজিরার তরফে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আর্জি জানানো হয়েছে, ইচ্ছাকৃতভাবে ওই হত্যাকাণ্ড ঘটানোর জন্য দোষী সাব্যস্ত করা হোক ইজরায়েলি সেনাকে ।

সূত্রের খবর, ইজরায়েলের অভ্যন্তরে একাধিক হামলার ঘটনার পর ওয়েস্ট ব্যাঙ্কে লাগাতার সামরিক অভিযান চালাচ্ছে ইজরায়েলের সেনা । জেনিন শহর থেকেই ইজরায়েলে হামলার ছক কষা হয়েছিল বলে মনে করা হচ্ছে । সেই থেকে জেনিন শহরকে লক্ষ্য করে একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে তারা ।

West BankAl JazeeraIsrael Forces

Recommended For You

editorji | বিদেশ

26/11 Mumbai Attack: তাহাউর রানার গোপন ভূমিকা কী ছিল? মুম্বই হামলার বিস্ফোরক তথ্য 2025

editorji | বিদেশ

India-Russia Relation: এবার ভারত সফরে রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন, বদলাতে পারে কূটনৈতিক সমীকরণ

editorji | বিদেশ

Bangladesh Independence Day: অন্তর্বর্তী সরকারের প্রথম স্বাধীনতা দিবস, নতুন করে কি স্বাধীন হল বাংলাদেশ!

editorji | বিদেশ

Russia-Ukraine War: সামরিক সাহায্য় বন্ধ ওয়াশিংটনের, আক্রমণ রাশিয়ার, আত্মসমর্পণ করবে ইউক্রেন!

editorji | বিদেশ

Trump-Zelensky Meet: হোয়াইটহাউজে তুমুল বাকবিতন্ডা, ট্রাম্পের চোখে চোখ রেখে তর্ক জেলেনেস্কির