ওয়েস্ট ব্যাঙ্কের গৃহযুদ্ধে বলি এক মহিলা সাংবাদিক (Journalist Death) । খবর করতে গিয়ে প্রাণ গেল আল জাজিরার (Al Jazeera) ওই মহিলা সাংবাদিকের । তাঁর নাম শিরিন আবু আকলে । প্যালেস্টাইনের স্বাস্থ্য মন্ত্রকের দাবি, ইজরায়েলীয় সেনার (Israel Forces) গুলিতেই তাঁর মৃত্যু হয়েছে বলে খবর । উল্লেখ্য, ইজরায়েলের সেনার গুলিতে এই প্রথম মহিলা সাংবাদিকে মৃত্যু হয়েছে । গুলিবিদ্ধ হয়েছেন আলি আল-সামুদি নামে আরও এক সাংবাদিক । যদিও, এই অভিযোগ অস্বীকার করেছে ইজরায়েলীয় সেনা ।
ওয়েস্ট ব্যাংকের জেনিন শহরে খবর সংগ্রহ করছিলেন ওই মহিলা সাংবাদিক । সেইসময় ইজরায়েলের সেনার তরফে সামরিক অভিযান চালানো হয় । খবর সংগ্রহের সময় আচমকাই গুলি লাগে তাঁর । ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলা সাংবাদিকের । প্যালেস্টিনীয় স্বাস্থ্য মন্ত্রক দাবি করেছে, ইজরায়েলের ছোড়া গুলিতেই মৃত্যু হয়েছে শিরিনের । জেরুজালেমের অপর একটি সংবাদপত্রের এক সাংবাদিকও গুলিবিদ্ধ হয়েছেন । তবে তিনি এখন ভাল আছেন । এএফপি সূত্রে জানা যাচ্ছে, জেনিন শহরে হামলার খবর নিশ্চিত করেছে ইজরায়েলের সেনা । তবে সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছোঁড়ার অভিযোগ অস্বীকার করেছে তারা ।
বহুদিন ধরেই আল-জাজিরার আরবি সংবাদ চ্যানেলে কাজ করছেন শিরিন । সম্প্রতি, জেনিন শহরে ইজরায়েলি সেনার অভিযান সংক্রান্ত তথ্য সংগ্রহের কাজ করছিলেন । কিন্তু, কাজ আর শেষ করা হল না । হিংসার বলি হলেন তিনি । এদিকে, শিরিনের মৃত্যুর পরে আল জাজিরার তরফে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আর্জি জানানো হয়েছে, ইচ্ছাকৃতভাবে ওই হত্যাকাণ্ড ঘটানোর জন্য দোষী সাব্যস্ত করা হোক ইজরায়েলি সেনাকে ।
সূত্রের খবর, ইজরায়েলের অভ্যন্তরে একাধিক হামলার ঘটনার পর ওয়েস্ট ব্যাঙ্কে লাগাতার সামরিক অভিযান চালাচ্ছে ইজরায়েলের সেনা । জেনিন শহর থেকেই ইজরায়েলে হামলার ছক কষা হয়েছিল বলে মনে করা হচ্ছে । সেই থেকে জেনিন শহরকে লক্ষ্য করে একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে তারা ।