উত্তর গাজার বৃহত্তম রিফিউজি ক্যাম্পে হামলা চালিয়েছে ইজরায়েল । ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছে । এই একই ঘটনায় পরিবারের প্রায় ১৯ সদস্যকে হারালেন 'আল জাজিরা'-র এক কর্মী । কয়েকদিন আগেই ইজরায়েলি হামলায় সংস্থার এক সাংবাদিকের স্ত্রী, সন্তানরা প্রাণ হারিয়েছেন । এবার 'আল জাজিরা'-র ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার হারালেন, তাঁর বাবা-মা, ভাই-বোনদের ।
আল জাজিরা জানিয়েছে, জাবালিয়া ক্যাম্পে বোমা হামলায় মহম্মদ আবু আল কামসানের বাবা, দুই বোন, আট ভাগ্নে ও ভাগ্নি, তাঁর ভাই, ভাইয়ের স্ত্রী, তাঁদের চার সন্তান, ভগ্নিপতি এবং এক কাকা প্রাণ হারিয়েছেন ।
গাজার স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিকভাবে ৫০ জনেরও বেশি নিহত ও ১৫০ জন আহত হয়েছেন । কিন্তু, আরও অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে খবর । নিহতদের মধ্যে রয়েছেন হামাসের এক শীর্ষ কম্যান্ডার, যিনি ৭ অক্টোবর ইজরায়েলের উপরে হামলার জন্য দায়ী ছিলেন । এমনই দাবি করা হয়েছে ইজরায়েলের তরফে ।