জানুয়ারি মাসে আমেরিকায় মৃত্যু হয়েছিল ভারতীয় বংশোদ্ভূত ছাত্র অকূল ধাওয়ানের। কী ভাবে মৃত্যু হয়েছিল তাঁর? সম্প্রতি সেই প্রশ্নেরই উত্তর মিলেছে। অভিযোগ, গত ২০ জানুয়ারি আমেরিকার এক নাইট ক্লাবে অকূলের বন্ধুদের ঢুকতে দেওয়া হলেও, ঢুকতে দেওয়া হয়নি অকূলকে।
ঘটনার দিন তাপমাত্রা ছিল -২.৭ ডিগ্রি। শ্যাম্পেন কাউন্টি কর্নারের তরফে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ঠাণ্ডার মধ্যে বাইরে থাকার ফলে হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।
শিকাগোর ইলিনয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন অকূল। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকেই পরদিন অকূলের দেহ উদ্ধার হয়। সেদিন রাতে অকূলকে ফোন করা হলেও জবাব দেয়নি অকূল। পুলিশের দ্বারস্থ হন অকূলের পরিবার এবং বন্ধুরা।
আরও পড়ুন - তুষার ঝড়ে ভেঙে পড়ল ওয়ার্কশপ, উজবেকিস্তানে মৃত্যু বাংলার শ্রমিক-সহ ১২ জনের
অভিযোগ, যে জায়গা থেকে রিপোর্ট লেখানো হয়েছে তার মাত্র ২০০ মিটারের মধ্যেই অকূলের দেহ মিলেছে। কিন্তু দেহ উদ্ধার করতে সময় লেগেছে ১০ ঘন্টা। ফলে পরিবারের তরফে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।