কাঠমান্ডুর আকাশে বড় বিপদ থেকে রক্ষা পেল দুটি বিমান। মুখোমুখি সংঘর্ষ হতে পারত এয়ার ইন্ডিয়ার একটি বিমান ও নেপাল এয়ারলাইন্সের একটি বিমানের।
ঘটনায় তদন্ত কমিটি গড়ে নেপালের অসামরিক বিমান পরিবহণ সংস্থা। রিপোর্টে জানা গিয়েছে, ৩ কর্মীর গাফিলতিতেই ভয়াবহ দুর্ঘটনা ঘটতে চলেছিল। দুই বিমানের পাইলটের তৎপরতায় বিপদ এড়ানো সম্ভব হয়। অভিযুক্ত ৩ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে।
ঘটনাটি ঘটে গত ২৪ মার্চ, শুক্রবার। কুয়ালালামপুর থেকে কাঠমান্ডু-গামী নেপাল এয়ারলাইন্সের একটি বিমান এয়ার ইন্ডিয়ার বিমানের কাছে চলে আসে। ১৯ হাজার ফুট উচ্চতায় ঘটনাটি ঘটে। প্রায় ১৫ হাজার ফুট উঁচুতে ছিল নেপাল এয়ারলাইন্সের বিমান। দুই বিমানের যাত্রীদের প্রাণ সংশয় হতে পারতে। সংঘর্ষ এড়াতে ৭ হাজার ফুট নিচে নেমে যায় নেপাল এয়ারলাইন্সের বিমান।