অবশেষে চারবছর পর সাফল্য । ধরা পড়ল সোনার কমোড চোর । কিন্তু এখন ভাবছেন তো কমোড, তাও আবার সোনার ? ঠিকই শুনছেন, ১৮ ক্যারাট সোনা দিয়ে টয়েলট সিটটি তৈরি করেছিলেন ইতালির ভাস্কর মৌরিজিয় ক্যাটালান । যার দাম প্রায় ৫০ কোটি । কিন্তু, চার বছর আগে একটি প্রদশর্নীতে চুরি যায় কমোডটি । অবশেষে সেই অভিযুক্তরা ধরা পড়ল ।
২০১৯ সাল । ব্রিটেনের অক্সফোর্ডশায়ারের ব্লেনহাম প্রাসাদের একটি শিল্প প্রদর্শনীতে রাখা ছিল কমোডটি । সেখান থেকেই চুরি হয় ওই টয়লেট সিট । ঘটনায় ৪ ব্রিটিশ নাগরিককে গ্রেফতার করে পুলিশ । তবে, জানেন কি, এই বিশেষ টয়লেট সিটের একটি নামও রয়েছে, আমেরিকা ।
উল্লেখ্য, নিউইয়র্কের গুজেনহেম জাদুঘরে বিশেষ সোনার কমোডের প্রদর্শনী হয়েছিল । তবে, শুধু প্রদর্শন নয়, এটা ব্যবহারও করতে পারতেন সাধারণ মানুষ । প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি ওই টয়লেট সিট ব্যবহার করেছিলেন ।