জলবায়ুর পরিবর্তনে মেরু প্রদেশের বরফ গলছে, এরকম খবর সামনে আসে প্রায়। আস্ত মোমের মূর্তি গলে যাওয়ার ঘটনা অবশ্য আগে শোনা যায়নি।
আমেরিকার ওয়াশংটন ডিসিতে তাপমাত্রার পারদ ছুঁয়েছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। গ্রীষ্মেও এত তাপমাত্রা সাধারণত হয়না ওয়াশিংটনে। এ বছর তাপমাত্রার পারদের গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী হয়েছে। তার জেরেই গলে গেল আব্রাহাম লিঙ্কনের মূর্তি।
আমেরিকার প্রয়াত প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের একটি ছ'ফুট লম্বা মোমের মূর্তি। তাপমাত্রা চল্লিশ ছুঁইছুঁই হতেই মূর্তির মাথা একেবারে গলেই গেল। যে চেয়ারে প্রেসিডেন্টের বসে থাকা মূর্তিটি, সেটিও গলতে শুরু করে।
গত ফেব্রুয়ারিতে ওয়াশিংটনের এক স্কুলে বসানো হয় মূর্তিটি। মোমের মূর্তি বানাতে খরচ হয়েছিল প্রায় ৩ হাজার পাউন্ড। মাস চারেক যেতে না যেতেই এই কাণ্ড!