কুয়েতের বহুতলের অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত এক বাঙালি। বৃহস্পতিবার কুয়েত সরকার যে তালিকা প্রকাশ করেছে, তাতে উল্লেখকরা হয়েছে দ্বারিকেশ পট্টনায়েকের নাম। মৃত যুবকের বাড়ি পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের তুর্কগড়ে। মৃতদের তালিকায় নাম রয়েছে আরও ৪৪ জন ভারতীয়র। তাঁদের বেশির ভাগ কেরলের বাসিন্দা।
বুধবার ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত ৪৯ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে ৪৪ জন ভারতীয়। তাদের মধ্যে ২৪ জন কেরলের বাসিন্দা বলেই জানিয়েছে কুয়েত সরকার। তালিকায় ছয় জন রয়েছেন তামিলনাড়ু থেকে।
ইতিমধ্যেই মৃতদের দেহ দেশে ফেরাতে উদ্যোগ নিয়েছে দিল্লি। এই ব্যাপারে কুয়েত সরকারের সঙ্গে কথা বলেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, বহুতলের গ্যাস লিক হওয়ার কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। সরকারি ভাবে কিছু জাননো হয়নি।