Six-legged Dog Ariel: ছ'পায়ের কুকুর, পেমব্রোকশায়ারের এই সারমেয়কে দেখে চোখ কপালে উঠবে আপনারও,

Updated : Jul 18, 2024 16:20
|
Editorji News Desk

পশ্চিম ওয়েলসের একটি ছবির মতো শহর পেমব্রোকশায়ার। এই শহরেরই কুকুর 'এরিয়াল'। দুনিয়ার যে কোনও শহরে অজস্র সারমেয় থাকে। কিন্তু, আলাদা করে কেবলমাত্র তাদের শহর হিসেবে কোনও জনপদকে তো চিহ্নিত করা হয় না। অথচ, পেমব্রোকশায়ার এবং 'এরিয়াল' যেন একে অপরের মধ্যে মিশে গিয়েছে। তার কারণ ছিল 'এরিয়াল'-এর একটি শারীরিক বিশেষত্ব। এই কুকুরটির ৬'টি পা! গত বছরের সেপ্টেম্বর মাসে পেমব্রোকশায়ারের B&M স্টোরের বাইরে থেকে প্রথমবার এই কুকুরটিকে উদ্ধার করা হয়। শুধু ৬'টি পা'ই নয়। উদ্ধারের সময়ে তার শরীরে তখন ছিল দুটি যোনিমুখ এবং একটি কিডনি। 

এই পেমব্রোকশায়ারেরই বাসিন্দা ওলি বার্ড। বর্তমানে যিনি 'এরিয়াল'-এর মালিক। পোষ্য হিসেবে কুকুর তার বরাবরই পছন্দের। দীর্ঘ ১৩ বছর ধরে একটি কুকুর পোষ্য ছিল তাঁর। এক রাতে হঠাৎই সে মারা যাওয়ার পর কার্যত দিশাহারা হয়ে পড়েছিলেন এই ৪০ বছর বয়সী ভদ্রলোক। তারপরই তিনি খোঁজ পান 'এরিয়াল'-এর। তার আগে গোটা পেমব্রোকশায়ার এই ছ'পেয়ে সারমেয়'র কথা জানলেও সেই ব্যাপারে অবগত ছিলেন না বার্ড ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যরা।

'এরিয়াল'-এর খবর জানতে পারার পর দুনিয়ার বিভিন্নপ্রান্ত থেকে সারমেয়প্রেমীরা অর্থ সাহায্য করতে আরম্ভ করেন। প্রায় ১৫,০০০ ইউরো শুধুমাত্র ডোনেশন হিসেবেই এসেছিল অস্ত্রোপচারের জন্য। সেই অস্ত্রোপচার অবশেষে সম্পন্ন হয়েছে। জানা গিয়েছে, চারটি পা নিয়ে এখন আরও বেশি স্বচ্ছন্দে চলাফেরা করতে পারছে সকলের প্রিয় 'এরিয়াল'।

Wales

Recommended For You

editorji | বিদেশ

26/11 Mumbai Attack: তাহাউর রানার গোপন ভূমিকা কী ছিল? মুম্বই হামলার বিস্ফোরক তথ্য 2025

editorji | বিদেশ

India-Russia Relation: এবার ভারত সফরে রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন, বদলাতে পারে কূটনৈতিক সমীকরণ

editorji | বিদেশ

Bangladesh Independence Day: অন্তর্বর্তী সরকারের প্রথম স্বাধীনতা দিবস, নতুন করে কি স্বাধীন হল বাংলাদেশ!

editorji | বিদেশ

Russia-Ukraine War: সামরিক সাহায্য় বন্ধ ওয়াশিংটনের, আক্রমণ রাশিয়ার, আত্মসমর্পণ করবে ইউক্রেন!

editorji | বিদেশ

Trump-Zelensky Meet: হোয়াইটহাউজে তুমুল বাকবিতন্ডা, ট্রাম্পের চোখে চোখ রেখে তর্ক জেলেনেস্কির