উঠতে বসতে শুনতে হয় মোটা হয়ে গিয়েছেন? এ নতুন কথা নয়। কেউ কেউ এসব টিপ্পনী এক কান দিয়ে শোনেন অন্য কানে বের করে দেন। কিন্তু যদি এই একই কথা স্বামী বলে? অনেকেই রোগা হতে জিমে গিয়ে কসরত করেন, ডায়েট করেন। এবার স্বামীর টিপ্পনী শুনে ওজন কমাতে গিয়ে 'কঙ্কালসার' হয়ে ওঠেন। রাশিয়ার মহিলা ইয়ানা বোভরোভা। এমনকি অসুস্থ হয়ে হাসপাতালেও ভর্তি হতে হয় তাঁকে। ওজন নেমে আসে ২২ কেজিতে।
এক সাক্ষাৎকারে মহিলা জানান, স্বামী তাঁকে বলেছিলেন, 'মোটা হয়ে যাচ্ছ, গাল ঝুলে যাচ্ছে'। এরপরই জিম শুরু করেন তিনি। শুরু করেন কঠিন ডায়েটও। চা, অর্ধেক স্যুপ, কুকিজের উপরেই থাকতেন তিনি। একসময় সেই ওজন নাকি ১৭ তে নেমে এসেছিল। চিকিৎসকরা জানান দীর্ঘদিন না খেয়ে থেকে এই অবস্থা তাঁর, এখন 'শরীর শরীরকেই খাচ্ছে'।