পিৎজা খান এখন। আর পয়সা দিন মৃত্যুর পরে। ভাবছেন মজা করছি। না, মজা নয়। এটা বাস্তব। এমনই অভিনব এক প্রস্তাব দিয়েছে নিউজিল্যান্ডের এক পিৎজা কোম্পানি। আর এই পরিশোধের নাম দেওয়া হয়ে 'আফটারলাইফ পে'। যেখানে প্রথম ৬৬৬ জন গ্রাহককে এই সুবিধা দেওয়া হবে। তাঁদের সঙ্গে এই ব্যাপারে চুক্তি করবে ওই কোম্পানি। সেই চুক্তিতেই লেখা থাকবে মৃত্যুর পরেও পিৎজার দাম পরিশোধ করা যাবে।
গ্রাহকদের কাছে দুটি অনুরোধ রাখা হয়েছে কোম্পানির তরফে। এক, যাঁরা এই সুবিধা পেতে চান, তাঁরা দয়া করে নিজেদের দলিলে পিৎজার দামটা ধার্য করে রাখবেন। আর দুই যাঁরা ইতিমধ্যেই দলিল তৈরি করে ফেলেছেন, তাঁরা যেন পিৎজার দাম উল্লেখ করে দলিল একটু বদলে ফেলেন। এরজন্য বাড়তি টাকা বা সুদ নেওয়া হবে না।
আর এখানেই আপত্তি সরকারের। কিউই ক্রেতা-সুরক্ষা মন্ত্রকের অভিযোগ, এই প্রলোভন দেখিয়ে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে এই পিৎজা সংস্থা। কোম্পানিকে বন্ধ করতে নোটিস পাঠিয়েছে সরকার।