ভয়াবহ আগুন লেগে গেল বাংলাদেশের রোহিঙ্গা শিবিরে। পুড়ে ছাই হয়ে গেল অন্তত হাজার দুয়েক শরণার্থীর ঘর। কক্সবাজারে বালুখালিতে ১১ নম্বর ক্যাম্পে রবিবার এই আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। উখিয়ার কক্সবাজারে এই আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনী এলাকায় যায়। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে চারিদিকে। রোহিঙ্গা শিবিরের একটি ঘরের সঙ্গে আরেকটি ঘর লাগানো। তার ফলেই আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বলে অনুমান করা হচ্ছে।
সূত্রের খবর,আপাতত খোলা আকাশের নীচে আশ্রয় নিয়েছেন ১২ থেকে ১৫ হাজার শরণার্থী। সন্ধে পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ওই আগুনে শরণার্থীদের থাকার জায়গার পাশাপাশি পুড়ে গিয়েছে অন্তত ২০টি বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্র, রোহিঙ্গা শিশুদের পড়াশোনা করার লার্নিং সেন্টার এবং বেশ কয়েকটি ত্রাণ বিতরণ কেন্দ্রও।
ঘটনার তদন্ত করতে নেমে এক রোহিঙ্গা কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে।