হৃদয়বিদারক ঘটনার সাক্ষী টেলিভিশন। চোখের জল ধরে রাখতে পারলেন না উপস্থাপিকা। প্রাক্তন সহকর্মীর মৃত্যুর খবর পড়ছিলেন তিনি। কিন্তু আবেগ বাধ মানেনি। লাইভ চলাকালীনই কেঁদে ফেলেন তিনি।
ইংল্যান্ডে বিবিসি ইয়র্কশায়ারের রিপোর্টার অ্যামি গার্সিয়া টেলিভিশনে খবরটি পড়ছিলেন। গত শুক্রবার লাইভ টেলিভিশনে সহকর্মী হ্যারি গ্রেশনের মৃত্যু খবর ঘোষণা করার সময় আর নিজের আবেগকে চেপে রাখতে পারেননি তিনি। লাইভে তিনি খবরটা শোনার পরই চোখ থেকে জল পড়ে তাঁর।
চোখের জল নিয়েই খবর পড়েন অ্যামি। উপস্থাপক হিসেবে নিজের কাজটি শেষ করেই আসেন অ্যামি। টুইটারে পরে নিজের অভিজ্ঞতা ভাগ করে নেন অ্যামি। বিবিসি ইয়র্কশায়ারের অন্যতম প্রধান উপস্থাপক তিনি।