বিয়েবাড়িতে ভয়াবহ আগুন। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু কমপক্ষে ১০০ জনের। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে ইরাকের (Iraq) একটি বিয়ের আসরে। খাওয়া দাওয়া, আনন্দ অনুষ্ঠান নিমেষে পরিণত হয় মৃত্যুপুরীতে। ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৫৫০ জন।
ওই দেশের স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার ইরাকের নিনেভে প্রদেশের হামদানিয়া এলাকায় একটি বাড়িতে এই ঘটনা ঘটে। আনন্দ উৎসবে মেতেছিলেন আত্মীয়স্বজনরা। আগুন লাগে ইরাকের স্থানীয় সময় রাত ১০ টা ৪৫ নাগাদ। সকলের নজর এড়িয়ে আগুন বিধ্বংসী রূপ নেয়। কী কারণে এখন লাগে সেবিষয়ে এখনও কিছু জানা যায়নি। সূত্র মারফৎ জানা গিয়েছে, একাধিক দাহ্য পদার্থ বাজি মজুত থাকায় নিমেষে আগুন ভয়াবহ ভাবে ছড়িয়ে পড়ে।