৭১ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে ৬ বছর বয়সী মুসলিম শিশুকে খুনের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে। জানা গিয়েছে, ইজরায়েল ও হামাসের যুদ্ধের জন্য মুসলিম বিদ্বেষী মনোভাব তৈরি হয়েছে অভিযুক্ত ব্যক্তির। সেকারণেই ওই কাণ্ড ঘটিয়েছেন তিনি। এর পাশাপাশি ৩২ বছর বয়সী মহিলার উপরেও হামলা চালানো হয়েছে। স্থানীয় একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।
Read More- ৩ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া হল, তারপরই গাজায় হামলা, হুঁশিয়ারি দিল ইজরায়েল
শিকাগো পুলিশের তরফে সোশ্য়াল মিডিয়ায় একটি পোস্ট করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, শনিবার সকালে ওই শিশুটিকে মোট ২৬ বার কোপানো হয়েছে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। অপর মহিলার উপর হামলা চালানো হলেও তিনি কিছুটা সুস্থ রয়েছেন। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
খুনের ঘটনাটি ঘটেছে শিকাগো থেকে ৬৮ কিলোমিটার পশ্চিমে অবস্থিত একটি জনবসতিপূর্ণ এলাকায়। ঘটনাটি ঘটেছে গত শনিবার। যদিও ওই হামলায় আহত মহিলা ও ৬ বছরের শিশুর বিষয়ে বিস্তারিত কোনও তথ্য প্রকাশ করেনি পুলিশ।