আমেরিকার একটি জেলে ছারপোকার কামড়ে বন্দির মৃত্যুর অভিযোগ। বছর ৩৫ এর ওই বন্দির মৃত্যু হয়েছে আটলান্টা শহরের ফুল্টন কাউন্টি জেলে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নিমেষে। মৃত বন্দির পরিবার দাবি জানিয়েছে ফৌজদারী তদন্তের। পাশাপাশি জেল বন্ধের দাবিও জানানো হয়েছে। জেলের তরফে দাবি, ওই ব্যক্তি মানসিকভাবে অসুস্থ ছিলেন।
Madhumita Sarcar: হাসপাতালে ভর্তি অভিনেত্রী মধুমিতা সরকার, চলছে স্যালাইন
মৃতের আইনজীবীর দাবি, তাঁর মক্কেলকে রাখা হয়েছিল অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে। থম্পসনকে ওই কুঠুরিতেই একটু একটু করে ছারপোকা খেয়ে ফেলেছে বলে দাবি তাঁর। গত বছরের ১৩ সেপ্টেম্বর জেলের মধ্যে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় বন্দিকে। তার পরই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। তাঁর শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। তবে পোকার কামড়ে সংক্রমণ ছড়িয়েছিল গোটা শরীরে।