মুখোমুখি সংঘর্ষ দুই হেলিকপ্টারের। নিহত ৯ জন মার্কিন সেনা। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, আমেরিকার কেন্টাকিতে বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ দুটি ব্ল্যাক হক হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, কেন্টাকির ট্রিগ কাউন্টির উপর দিয়ে ১০১তম এয়ারবর্ন ডিভিশনের সদস্যদের নিয়মিত প্রশিক্ষণ চলছিল। এরমধ্যেই আচমকা দুর্ঘটনাটি ঘটে। দুটি কপ্টারই ভেঙে পড়ে। বিবিসি সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, কী কারণে এই দুর্ঘটনা, তা জানতে পারেনি মার্কিন সেনা।
কেন্টাকি পুলিশের পাশপাশি আমেরিকা সেনা ফোর্ট ক্যাম্পবেল শাখা থেকে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। দুটি হেলিকপ্টারে কোনও যান্ত্রিক ত্রুটি হয়েছিল কিনা, তাও খতিয়ে দেখা হবে। এই হেলিকপ্টারগুলি সেনা অভিযান ও উদ্ধারকাজে ব্যবহার করে মার্কিন সেনা।