Mass Grave in Ukraine: মারিওপোলে ৯০০০ নাগরিককে গণকবর দিয়েছে রাশিয়া, দাবি ইউক্রেনের

Updated : Apr 22, 2022 11:03
|
Editorji News Desk

৯০০০ ইউক্রেন নাগরিকদের গণকবর (Ukraine Mass Grave) দিয়েছে রুশ সেনাবাহিনী (Russian Army)। এমনটাই দাবি মারিওপোলের মেয়র ভাদিম বয়চেঙ্কোর (Russia Ukraine War)। ইউক্রেনের মারিওপোলের মানহুশ গ্রামে প্রায় ২০ কিলোমিটার গভীর একটি গর্ত দেখা গিয়েছে। ইউক্রেনের দাবি, যুদ্ধাপরাধ লুকিয়ে রাখতে সেখানেই গণকবর দিয়েছে রুশ সেনারা। বৃহস্পতিবার টেলিগ্রাম পোস্টে এই গণহত্যার (Genocide) কথা জানান মারিওপোলের মেয়র।

মেয়র বয়চেঙ্কো জানান, "একবিংশ শতাব্দীর ভয়ানক যুদ্ধাপরাধ সংগঠিত হয়েছে মারিওপোলে। এই ঘটনা নতুন বাবি আর।" ইউক্রেনের স্থানীয় ভাষায় 'বাবি আর' শব্দটির অর্থ, যে এলাকায় গণহত্যা ঘটে। ১৯৪১ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের নাৎসি বাহিনী আক্রমণ করেছিল সোভিয়েত ইউনিয়ন। সেই সময় প্রায় ৩৪ হাজার ইহুদি নাগরিককে হত্যা করেছিল জার্মানি। সেই গণহত্যার সঙ্গেই রাশিয়ার এই নক্কারজনক যুদ্ধাপরাধকে তুলনা করেছেন মারিওপোলের মেয়র। তিনি বলেন, "সেই সময় হিটলার ইহুদি, রোমা, স্লাভস জাতির নাগরিকদের হত্যা করেছিল। পুতিন ইউক্রেনিয়ানদের ধ্বংস করছে। মারিওপোলে ইতিমধ্যেই ১০ হাজার ইউক্রেন নাগরিককে হত্যা করেছে রাশিয়া।"

আরও পড়ুন: পরমাণু হামলা চালাতে পারে রাশিয়া, দাবি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কির

বৃহস্পতিবার অন্য একটি বিবৃতিতে মারিওপোলের মেয়র বয়চেঙ্কো জানান, "বিশ্বের প্রত্যেক দেশের এটা নিয়ে কড়া প্রতিক্রিয়া দেওয়া উচিত। যেভাবেই হোক, এই গণহত্যা বন্ধ করা উচিত।" বয়চেঙ্কোর দাবি, পশ্চিম মারিওপোলের মানহুশ গ্রামে একটি ২০ কিলোমিটার গভীর গর্ত খুঁড়েছে রাশিয়ান সেনাবাহিনী। আর সেখানেই ইউক্রেন নাগরিকদের গণকবর দেওয়া হচ্ছে। এভাবেই যুদ্ধাপরাধ লুকিয়ে ফেলছে রাশিয়া।

বৃহস্পতিবার ইউক্রেনের সংবাদমাধ্যম মানহুশ গ্রামের একটি স্যাটেলাইট ছবি প্রকাশ্যে আনে। যেখানে দাবি করা হয়, গণকবরের মতোই দেখতে একটি গর্ত তৈরি করা হয়েছে। যা আকারে অনেকটাই বড়। ঠিক যেমন বুচা যুদ্ধের সময় রাজধানী কিয়েভে দেখা গিয়েছিল। যদিও এই অভিযোগ আর ওই স্যাটেলাইট ছবি এখনও যাচাই করা যায়নি।

Russia Ukraine WarUkraine Russia Warmass graveMariupol

Recommended For You

editorji | বিদেশ

26/11 Mumbai Attack: তাহাউর রানার গোপন ভূমিকা কী ছিল? মুম্বই হামলার বিস্ফোরক তথ্য 2025

editorji | বিদেশ

India-Russia Relation: এবার ভারত সফরে রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন, বদলাতে পারে কূটনৈতিক সমীকরণ

editorji | বিদেশ

Bangladesh Independence Day: অন্তর্বর্তী সরকারের প্রথম স্বাধীনতা দিবস, নতুন করে কি স্বাধীন হল বাংলাদেশ!

editorji | বিদেশ

Russia-Ukraine War: সামরিক সাহায্য় বন্ধ ওয়াশিংটনের, আক্রমণ রাশিয়ার, আত্মসমর্পণ করবে ইউক্রেন!

editorji | বিদেশ

Trump-Zelensky Meet: হোয়াইটহাউজে তুমুল বাকবিতন্ডা, ট্রাম্পের চোখে চোখ রেখে তর্ক জেলেনেস্কির