দিন কয়েক আগেই রাতের আকাশে চাঁদ ও শুক্রকে একসঙ্গে দেখা গিয়েছিল । সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় হইচইও কম হয়নি । এবার রাতের আকাশে এক বিরল দৃশ্যের সাক্ষ্মী থাকতে চলেছে মানুষ । জানা গিয়েছে, রাতের আকাশে সৌরজগতের পাঁচ গ্রহকে একসঙ্গে দেখা যাবে । পাঁচ গ্রহের তালিকায় রয়েছে,বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি ও ইউরেনাস । জ্যোতির্বিজ্ঞান বিশেষজ্ঞদের মতে, এই পাঁচ গ্রহকে একই সরলরেখায় দেখা যাবে ? কবে, কখন এমন আশ্চর্যজনক ঘটনাটি ঘটতে দেখা যাবে ?
আজ, মঙ্গলবার সূর্যাস্তের ঠিক পরে পাঁচটি গ্রহকে একসঙ্গে দেখা যাবে । গ্রহগুলি দিগন্ত থেকে শুরু করে বৃহস্পতির সঙ্গে সারিবদ্ধ হবে । সন্ধ্যার আকাশে সাড়ে ৭টার দিকে এমন বিরল ঘটনার সাক্ষ্মী থাকতে পারেন আপনারা । ৫০ ডিগ্রির মতো ছোট্ট এলাকায় পাঁচটি গ্রহকে দেখা যাবে । বুধের ঠিক উপরে বৃহস্পতি থাকবে । আর তাদের উপরে শুক্র । শুক্রর উপরে মঙ্গল গ্রহকে দেখা যাবে । ইউরেনাস মঙ্গল ও শুক্র গ্রহের মাঝখানে থাকবে । পাঁচটি গ্রহের পাশে দেখা যাবে চাঁদকেও ।
তবে, ইউরেনাসকে খালি চোখে দেখা যাবে কি না, সেই বিষয়ে সন্দেহ রয়েছে । কারণ পৃথিবী থেকে বহু দূরে রয়েছে ইউরেনাস । সেক্ষেত্রে টেলিস্কোপের প্রয়োজনও হতে পারে ।