জাপানে বিমান দুর্ঘটনায় মৃত্যু হল পাঁচ জনের। তাঁরা প্রত্যেকেই উপকূলরক্ষী বাহিনীর আধিকারিক বলে জানা গিয়েছে। ওই সামরিক বিমানে মোট ৬ জন ছিলেন। তাঁদের মধ্যে একজনকে উদ্ধার করা হলেও বাকি ৫ জনের আগুনে ঝলসে মৃত্যু হয়েছে।
মঙ্গলবার জাপানের একটি বিমানবন্দরের রানওয়েতে উপকূলরক্ষী বাহিনীর একটি বিমানের সঙ্গে ধাক্কা লাগে যাত্রীবাহী একটি বিমানের। ঘটনার জেরে সামরিক বিমানে আগুন লেগে যায়। যদিও যাত্রীবাহী বিমানের মধ্যে থাকা ৩৬৭ জন যাত্রীকে দ্রুত নামিয়ে আনা সম্ভব হয়েছে। তাঁরা সকলেই সুস্থ রয়েছেন।
এই ঘটনার পর জাপানের প্রধানমন্ত্রীর দফতরের তরফে একটি কন্ট্রোলরুম খোলা হয়েছে। সেখান থেকেই খোঁজখবর নিচ্ছেন তিনি। এদিকে বিমান দুর্ঘটনার খবর পেয়ে রানওয়েতে পৌঁছে যায় একাধিক দমকল ইঞ্জিন। তারা আগুন নিয়ন্ত্রণে আনে।