কুয়েতে আগুন লাগার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৯। তাঁদের মধ্যে ৪১ জনই ভারতীয়। ঘটনায় আহতের সংখ্যা ৫০। মৃত ভারতীয়দের মধ্যে অধিকাংশই কেরলের বাসিন্দা। ভারতীয় ছাড়াও ওই ঘটনায় মৃত্যু হয়েছে পাকিস্তানি, নেপালি,ফিলিপিন্স এবং ইজিপ্টের কয়েকজন নাগরিকের।
আহতদের মধ্যেও ভারতীয় রয়েছেন। তাঁদের দেখতে আল-আদান হাসপাতালে যান ভারতীয় রাষ্ট্রদূত আদর্শ সইকা। আহতদের সঙ্গে দেখা করেন তিনি এবং তাঁদের প্রত্যেককে সবরকম সাহায্য করার আশ্বাসও দিয়েছেন।
বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং জরুরি ভিত্তিতে কুয়েত গিয়েছেন। তিনি জানিয়েছেন, কয়েকজনের দেহ বীভৎস ভাবে পুড়ে গিয়েছে। তাঁদের দেহ শনাক্ত করাও সম্ভব হচ্ছে না। সেকারণে মৃত কয়েকজনের DNA টেস্ট করারও পরিকল্পনা নেওয়া হয়েছে।
Read More- কুয়েতের বহুতলে বাড়ছে মৃতের সংখ্যা, এখনও পর্যন্ত ৪০ জন ভারতীয় মৃত্যুর খবর, শোক মোদীর
মৃত ভারতীয়দের মধ্যে কয়েকজনের নাম জানা গিয়েছে। তাঁরা হলেন আকাশ এস নায়ার, সাজু ভার্গসি, আকাশ, শ্রীহরি প্রদীপ, লুকোস, সাজন জর্জ, কেলু পোনমালেরি, রঞ্জিথ,শীমার, স্টিফেন আব্রাহাম সাবু, বিনয় থমাস, শিবু ভার্গশী এবং বিশ্বাস কৃষ্ণ।
মৃতদের ফিরিয়ে আনতে ভারতীয় বায়ু সেনার বিশেষ বিমানও প্রস্তুত রাখা হয়েছে।