অ্যামাজনের গভীর জঙ্গলে প্রায় ৪০ দিন আগে ভেঙ্গে পড়েছিল কলম্বিয়ায় উড়োজাহাজটি। আশ্চর্য ভাবে ৪ শিশুকে জীবন্ত অবস্থায় উদ্ধার করল কলোম্বিয়ার প্রশাসন।
সে দেশের প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো নিজে এই তথ্য সুনিশ্চিত করে টুইট করেছেন।
উদ্ধার হওয়ার চারটি শিশুর মধ্যে একজনের বয়স মাত্র এক বছর। অন্য তিনজনের বয়স ৯ বছর, ৪ বছর ও ১৩ বছর।
গত ১ মে ছোট আকারের বিমানটি জরুরি অবতরণ করতে গিয়ে ভেঙে পড়ে। পাইলটসহ প্রাপ্তবয়স্ক তিন ব্যক্তি নিহত হন। বেশ কয়েকজন শিশু নিখোঁজ ছিল। দুর্ঘটনার দপ্তাহ দুয়েক পর ৪ শিশুকে উদ্ধার করা হয়, ৪০ দিন পর উদ্ধার করা গেল আরও ৪ শিশুকে।